ফুলতলা (খুলণা) প্রতিনিধি// “খেলাধুলায় বাড়ে বল মাদক ছেড়ে মাঠে চল, মিলেমিশে গড়বো দেশ সবার আগে বাংলাদেশ”। এই স্লোগানকে সামনে রেখে দেশ নায়ক তারেক রহমানের নির্দেশনায় খুলনা জেলা যুবদলের সদস্য মোহাম্মদ মাসুদ রানার পক্ষ থেকে গতকাল বিকালে ফুলতলা ঐতিহ্যবাহী ডাবুরমাঠ প্রাঙ্গণ মেমোরী ক্লাবের প্রশিক্ষক মাস্টার ওহিদুজ্জামান মিলুর হাতে ফুটবল তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন দামোদর ৭ নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক সালাউদ্দিন আহমেদ, বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থা জাসস এর সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান, যুগ্ম সম্পাদক শেখ ইমরান হোসেন, যুব বিষয়ক সম্পাদক প্রিন্স ফয়সাল। এ সময় মোহাম্মদ মাসুদ রানা বলেন, যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নাই। যুব সমাজকে মাদক মুক্ত রাখতে এবং দেশ গড়তে যুব সমাজের ভূমিকা অপরিসীম। তাই যুব সমাজকে সঙ্গে নিয়ে মাসুদ রানা আগামীতে ফুলতলা উপজেলাকে মাদকমুক্ত রাখার অঙ্গীকার করেন এবং পর্যায়ক্রমে ফুলতলা উপজেলার প্রতিটি স্কুল মাদ্রাসা এবং খেলার মাঠে ফুটবল বিতরণ করবেন।