ফুলতলায় গৃহবধুসহ দুই কন্যা সন্তান নিখোঁজ

প্রকাশঃ ২০২৫-০৯-১৭ - ১৯:০৮

ফুলতলা প্রতিনিধি// ফুলতলা উপজেলার দামোদর গ্রামের মোঃ মিলন খন্দকারের স্ত্রী আসমা বেগম তার দুই কন্যা সন্তানকে সাথে নিয়ে প্রায় সাড়ে ৪ মাস যাবৎ নিখোঁজ রয়েছে। এ ব্যাপারে মিলন খন্দকার ফুলতলা থানায় অভিযোগ করলেও তাদের কোন সন্ধান মেলেনি। নিরুপায় হয়ে মিলন এখন পথে পথে ঘুরছে।

ফুলতলা থানায় লিখিত অভিযোগে জানা যায়, প্রায় ২০ বছর পূর্বে কয়রা উপজেলার শাহাবাজ হোসেনের কন্যা আসমা বেগম (৩৭) কে ইসলামী শরিয়া অনুযায়ী বিবাহ সম্পন্ন করে। বিয়ের পর তাদের সংসারে ফাতেমা আক্তার জবা (১১) ও আছিয়া আক্তার জুই নামে দুটি কন্যা সন্তান জন্ম নেয়। দীর্ঘদিন একই সাথে সংসার করলেও গত ৫ মে ২০২৫ তারিখ পরিবারের কাউকে কিছু না বলে সকলের অজান্তে দুই কন্যা সন্তান ও নগদ ৭০ হাজার টাকা ও একভরি স্বর্ণালংকার নিয়ে নিখোজ হয়। পরবর্তীতে মিলনের শ্বশুরবাড়িতে যোগাযোগ করেও কোন সুফল পাওয়া যায়নি। অভিযোগে মিলন আরও জানান, আমার শ্বশুর, সৎ শ্বাশুড়ি ও শালিকা সম্মিলিতভাবে আমাকে হয়রানী করার জন্য বিভিন্ন অজুহাত দেখাচ্ছে। আমি প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করি। যদি কোন সন্ধানদাতা আমার পরিবারের সন্ধান দেয় তাহলে তাকে নগদ ১০ হাজার টাকা পুরস্কার প্রদান করা হবে। এদিকে ফুলতলা থানার এএসআই সনাতন বিশ্বাস বলেন, আমি গত এক মাস যাবৎ কয়রা উপজেলায় বদলী হয়ে চলে এসেছি। তবে ঘটনাটি সত্য। অনেক চেষ্টা করেও তাদের কোন সন্ধান মেলেনি।