খুলনা প্রতিনিধি: খুলনা জেলা কারাগার প্রাঙ্গণে রবিবার (৩০ নভেম্বর) বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। উদ্যোগ ও অর্থায়ন করেছে পূবালী ব্যাংক পিএলসি, আর বাস্তবায়ন করে ড্রিমার্স ডেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শেখ মোঃ সামছুদ্দোহা, উপ-মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান, পূবালী ব্যাংক আঞ্চলিক কার্যালয়, খুলনা। মোঃ নাসির উদ্দিন, জেল সুপার, খুলনা জেলা কারাগার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ ফরিদ আহম্মেদ, সহকারী মহাব্যবস্থাপক, আঞ্চলিক কার্যালয় খুলনা। মোঃ শফিকুল ইসলাম, সহকারী মহাব্যবস্থাপক ও শাখা প্রধান, খুলনা শাখা। মোঃ তানভীর আহমেদ, সহকারী মহাব্যবস্থাপক ও শাখা প্রধান, কেডিএ এভিনিউ ইসলামিক ব্যাংকিং শাখা।মুকুল চন্দ্র দাস, সিনিয়র প্রিন্সিপাল অফিসার ও শাখা প্রধান, খালিশপুর শাখা। মোঃ ইমরুল ইসলাম, সিনিয়র প্রিন্সিপাল অফিসার ও শাখা প্রধান, শেখপাড়া বাজার শাখা। আরোও উপস্থিত ছিলেন ব্যাংকের বিভিন্ন শাখার কর্মকর্তারা, জেল কারারক্ষীরা এবং ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ। কর্মসূচির মাধ্যমে কারাগার প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির চারা রোপণ করা হয়।