ইউনিক ডেস্ক : খুলনা নগরীর ২৮ নম্বর ওয়ার্ডে নবপ্রাণ ফাউন্ডেশনের উদ্যোগে একটি ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ ডিসেম্বর) নবপ্রাণ ফাউন্ডেশনের অফিস প্রাঙ্গণে অনুষ্ঠিত ক্যাম্পে মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে বিপুল সংখ্যক মানুষকে চিকিৎসা সেবা প্রদান করা হয় এবং বিনামূল্যে ঔষধ বিতরণ সহ ব্লাড প্রেসার এবং ডায়াবেটিস নির্নয়ের আয়োজন করা হয়।
ক্যাম্পে ১০০ জনের অধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসা এবং প্রাথমিক ওষুধ বিতরণ করা হয় । ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর মেডিকেল অফিসার মোহসিনা ফেরদৌসী চিকিৎসা সেবা প্রদান করেন এবং তাকে সহায়তা করেন আশা আক্তার। সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলা এই ক্যাম্প সফল করতে ফাউন্ডেশনের ৮ জন সেচ্ছাসেবী কঠোর পরিশ্রম করেন।
নবপ্রাণ ফাউন্ডেশন একটি সেচ্ছাসেবী সংগঠন। বিগত বছর থেকে সংগঠনটি নিয়মিত সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। ক্যাম্পে এলাকার সমাজসেবক, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের আমন্ত্রণ জানানো হয় এবং আগত অতিথিদের বিশেষ আপ্যায়ন করা হয়।
চিকিৎসা সেবা প্রদানকারী ডাক্তার মোহসিনা ফেরদৌসী বলেন, “ফ্রি মেডিকেল ক্যাম্পে সাধারণত রোগীদের বেশি সময় দেওয়া যায় না, তবে এবার আমি সর্বোচ্চ সময় দিয়ে সেবা দেওয়ার চেষ্টা করেছি। মানুষের সেবা করার সুযোগ করে দেওয়ায় নবপ্রাণ ফাউন্ডেশনকে ধন্যবাদ।”
চিকিৎসা নিতে আসা এক নারী জানান, “অন্যান্য ক্যাম্পে ডাক্তাররা খুব দ্রুত রোগী দেখেন। কিন্তু এখানে ডাক্তার অত্যন্ত আন্তরিকভাবে সময় নিয়ে আমাদের সেবা দিয়েছেন।”
আরেকজন প্রবীণ রোগী বলেন, “এমন ফ্রি ক্যাম্প আমাদের মতো অসহায় মানুষের জন্য আশীর্বাদ। এই আয়োজনকারীদের জন্য দোয়া করি।”
ক্যাম্প পরিদর্শনে এসে কেসিসির ২৮নং ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা এবং কেসিসি স্বাস্থ্য বিভাগের প্রধান সহকারী শাহিনুর রহমান বলেন, “এ ধরনের উদ্যোগ সাধারণত তরুণদের মধ্যে খুব কম দেখা যায়। যারা পরিশ্রম করে ক্যাম্প আয়োজন করেছে, তাদের জন্য শুভ কামনা।”
নবপ্রাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা হাসনাত রহমান বলেন, “স্বাস্থ্য সেবা সবার জন্য—এই লক্ষ্যকে সামনে রেখে আমরা এই ক্যাম্প আয়োজন করেছি। অসহায় মানুষের পাশে থাকার জন্য আমরা প্রতি মাসে একটি মেডিকেল ক্যাম্প আয়োজনের পরিকল্পনা করছি। সবার দোয়া ও সহযোগিতা কামনা করছি।”