বটিয়াঘাটা প্রতিনিধি : বটিয়াঘাটা উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে ও কোডেক এর সহযোগিতায় আন্তর্জাতিক পর্যায়ের নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২০১৭ শনিবার সকাল ১১ টায় স্থানীয় বিআরডিবি হল মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার দেবশীষ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বিপাশা দেবী তনু। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান নিতাই চন্দ্র গাইন, সহকারী কমিশনার (ভূমি) শেখ মহীউদ্দিন, স্বাস্থ্য কর্মকর্তা রামপদ সাহা, অধ্যক্ষ অমিতেষ দাস, মুক্তিযোদ্ধা কমান্ডার আফজাল হোসেন, চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মনোরঞ্জন মন্ডল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শরিফ মোঃ রুবেল, উপজেলা প্রকৌশলী মাহামুদ হাসান, ভ্যাটেনারী সার্জন বঙ্কিম কুমার হালদার, যুব উন্নয়ন কর্মকর্তা মোনায়েম খান, পরিসংখ্যান কর্মকর্তা গৌতম বিশ্বাস, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নারায়ন চন্দ্র মন্ডল, প্রধান শিক্ষক অন্নদা শংকর রায়, চেয়ারম্যান ইসমাইল হোসেন মোল্যা বাবু, উপজেলা প্রেস ক্লাব সভাপতি ইন্দ্রজিৎ টিকাদার, সাংবাদিক মনিরুজ্জামান, শাওন হালদার, তরিকুল ইসলাম, ঐক্য পরিষদের উপজেলা আহবায়ক অধ্যাপক মনোরঞ্জন মন্ডল, মানবাধিকার সংরক্ষণের সাধারণ সম্পাদক সরদার হাফিজুর রহমান, কোডেক সংস্থার উপজেলা সমন্বয়কারী লোকমান হোসেন, নারী নেত্রী লাকী আক্তার, গুরুদাসী ঢালী, নিজেরা করি এর মিসেস নাহিদা, ইউপি সদস্যা শ্যামলী, বিউটি সহ বিভিন্ন এনজিও প্রতিনিধি সহ সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ সময় সমাজের ৪জন নারীকে বিভিন্ন বিষয়ে সাবলম্বী হওয়ায় সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানের পূর্বে এক বর্ণাঢ্য র্যালী উপজেলা প্রধান প্রধান সড়ক সমূহ প্রদক্ষিণ করে।