পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছায় নিুচাপের প্রভাবে গত তিন দিনের গুড়ি গুড়ি ও মাঝারি বৃষ্টিপাতে আমন ও সবজি ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ব্যাহত হয়েছে দৈনন্দিন স্বাভাবিক জীবন-যাত্রা। সাগরে সৃষ্ট নিুচাপের প্রভাবে গত শুক্রবার রাত থেকে পাইকগাছার সর্বত্রই শুরু হয় গুড়ি গুড়ি বৃষ্টিপাত। যা রোববার রাত পর্যন্ত মাঝারি আকারে অব্যাহত থাকে। গত তিন দিনের অসময়ের এ বৃষ্টিপাতে এলাকার যেসব ক্ষেতের আমন ফসল কাটার উপযোগী হয়েছে এমনকি ইতোমধ্যে অনেকেই যারা পাঁকা ধান কর্তন করে ক্ষেতে রেখে দিয়েছেন সে সব আমন ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। এছাড়াও ক্ষতি হয়েছে, শীতকালীন সবজি ফসল। কখনো গুড়ি গুড়ি আবার কখনো মাঝারি বৃষ্টিপাত অব্যাহত থাকায় মারাত্মক ভাবে ব্যাহত হয়েছে সাধারণ মানুষের দৈনন্দিন কার্যক্রম। বিশেষ করে গত দু’দিন কোন কাজ করতে পারিনাই নিু আয়ের শ্রমীজীবি মানুষেরা। একই সাথে ব্যবসা বাণিজ্য ও অন্যান্য ক্ষেত্রেও পড়েছে বিরূপ প্রভাব। ভাঙ্গাচুরা রাস্তায় পানি জমে চলাচল ও হয়েছে বিঘিœত। সবমিলিয়েই অসময়ের এই বৃষ্টিপাতে ফসলের ক্ষয়ক্ষতি সহ ব্যাহত হয়েছে জীবন যাত্রা।