জঙ্গিবাদ ও অপশক্তির হাত থেকে মানুষকে রক্ষায় ইমাম-মোয়াজ্জিমদের ভূমিকা রাখতে হবে: শিল্পমন্ত্রী
ঝালকাঠি প্রতিনিধিঃ শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, ইসলাম শান্তির ধর্ম। ইসলামে জঙ্গিবাদের কোন স্থান নেই। ধর্মের সঠিক প্রচার থাকলে দেশে অন্যায়, অবিচার, থাকতে পারে না। শিল্পমন্ত্রী বলেন, মানুষের মধ্যে দেশপ্রেম, মানবপ্রেম ও মানবিক গুনাবলী জাগ্রত করতে হবে। এ ব্যাপারেও ইমাম-মোয়াজ্জিমরা ভূমিকা রাখতে পারেন।
বৃহস্পতিবার বিকেলে ঝালকাঠির নলছিটি উপজেলা পরিষদ মিলনায়তনে দিনব্যাপী ইমাম বাতায়ন কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শিল্পমন্ত্রী।
ইমামদের উদ্দেশ্যে শিল্পমন্ত্রী বলেন, আপনারা জুমার নামাজের খুতবায় মুসল্লিদের পবিত্র কোরআনের সঠিক নির্দেশনা নিয়ে আলোচনা করবেন। ইসলামের সঠিক নির্দেশনা পেলে এক সময় জঙ্গিবাদ ও দুর্নীতি থাকবে না।
নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় অন্যদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান সরদার মো. শাহ আলম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির, নলছিটি উপজেলা পরিষদ চেয়ারম্যান ইউনুস লস্কর ও আওয়ামী লীগনেতা সিদ্দিক হোসেন।
দিনব্যাপী এ কর্মশালায় উপজেলার বিভিন্ন সমজিদের ২০০ ইমাম ও মুয়াজ্জিন উপস্থিত ছিলেন।