দাকোপ(খুলনা)প্রতিনিধি : গহীন সুন্দরবনের হিরন পয়েন্ট এলাকায় দু’দল দস্যুবাহিনীর গুলি বিনিময়ের মাঝে পড়ে দাকোপের ২ জেলে আহত হয়েছে। গুলিবিদ্ধ অবস্থায় তাদেরকে দাকোপ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যায় উপজেলার পানখালী গ্রামের কাকড়া ধরা জেলে বাচ্চু সরদার (২১) এবং আজহারুল শেখ (১৮) রবিবার সন্ধ্যায় সুন্দরবনে হীরন পয়েন্ট সংলগ্ন চান্দাবুনিয়া বন্দের খালে মাছ ধরছিল। এ সময় খালের দু’পার থেকে দু’দল বনদস্যু নিজেদের মধ্যে আধিপাত্য বিস্তারের লক্ষ্যে গুলি বিনিময় শুরু করে। এ সময় দস্যুদের ক্রস ফায়ারে পড়ে তারা দুজনই গুলিবিদ্ধ হয়। পরবর্তীতে ট্রলারযোগে এনে গতকাল মঙ্গলবার ভোরে তাদেরকে দাকোপ উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। বাচ্চুর ডানহাতে এবং আজহারুলের বামহাতে একাধীক গুলির চিহ্ন দেখা যায়। বর্তমানে তারা আশংকামুক্ত বলে ডাক্তাররা জানিয়েছে প্রাথমিক তথ্যের ভিত্তিতে দাকোপ থানার এস আই আব্দুস সবুর হাসপাতালে গিয়ে তাদের বক্তব্য রেকর্ড করেছে।