দাকোপ প্রতিনিধি : দাকোপ উপজেলা প্রশাসনের উদ্যোগে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযথ মর্যাদায় পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে উপজেলা পরিষদের কেন্দ্রীয় স্মৃতি সৌধে ভোর ৬ টা ১ মিনিটে উপজেলা প্রশাসন, বীর মুক্তিযোদ্ধা সংসদ, বাংলাদেশ আওয়ামীলীগ, জাতীয় পাটি, বিএনপি, চালনা পৌরসভা, দাকোপ প্রেসক্লাব, চালনাস্থ সুতারখালী যুব কল্যান পরিষদ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, এনজিও প্রতিনিধিরা বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদনে পুষ্পমাল্য অর্পন করে। শনিবার ভোর সাড়ে ৬ টায় সরকারী বেসরকারী ভবনসহ বিভিন্ন প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ৮ টায় উপজেলা পরিষদ মাঠে পুলিশ, আনসার-ভিডিপি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সমন্বয়ে কুজকাওয়াজ অনুষ্ঠিত হয়। মহান বিজয় দিবস উৎযাপন কমিটির আহবায়ক উপজেলা নির্বাহী অফিসার মারুফুল আলমের সভাপতিত্বে কুজকাওয়াজ অনুষ্ঠানে সালাম গ্রহণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শেখ আবুল হোসেন। এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মারুফুল আলম, দাকোপ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বদরুদ্দোজা আহম্মেদ, উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার সরদার মাওলাদ হোসেন প্রমুখ। পরে উপজেলা পরিষদ মাঠে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়। বেলা সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ মাঠে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও উপস্থিত সুধীজনের সমন্বয়ে ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। বিকাল ৪ টায় পরিষদ মাঠে উপজেলা প্রশাসন বনাম চালনা পৌরসভা একাদশের মধ্যে সৌখিন ফুটবল খেলা অনুষ্ঠিত হয় এবং সন্ধ্যায় আলোচনাসভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।