বটিয়াঘাটা প্রতিনিধি: উপজেলা প্রশাসনের উদ্যোগে বিপুল উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে বিজয় দিবস পালিত হয়। দিবসের কর্মসূচির মধ্যে ছিল গল্লামারী স্মৃতি সৌধে মাল্যদান, বর্নাঢ্য র্যালি, আনুষ্ঠানিক ভাবে পতাকা উত্তোলন, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, ক্রিড়া প্রতিযোগীতা, প্রীতি ফুটবল ও সাংস্কৃতিক অনুষ্ঠান। কুচকাওয়াজ অনুষ্ঠানে সালাম গ্রহণ করেন উপজেলা চেয়ারম্যান আশরাফুল আলম খান। নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরীর সভাপতিত্বে মুত্তিযোদ্ধাদের সংবর্ধনা সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা শেখ হারুনুর রশীদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আশরাফুল আলম খান, মুক্তিযোদ্ধা কমান্ডার আফজাল হোসেন, বিনয় সরকার, ওসি মোজাম্মেল হক মামুন, ভাইস চেয়ারম্যান নিতাই গাইন, বুলু রায় গাঙ্গুলী। বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা ওমর ফারুখ, চেয়ারম্যান মনোরঞ্জন মন্ডল, হাদী উজ্জামান হাদী, প্রাণী সম্পদ কর্মকর্তা স্বপন কুমার, স্বাস্থ্য কর্মকর্মা রামপদ সাহা, অধ্যক্ষ অমিতেষ দাস, অধ্যক্ষ নির্মল মন্ডল, উপজেলা প্রেস ক্লাব সভাপতি ইন্দ্রজিৎ টিকাদার, প্রেস ক্লাব বটিয়াঘাটার সভাপতি মুহিদুল ইসলাম শাহীন, সাংবাদিক সোহেল রানা, রেজাউল করিম, তরিকুল ইসলাম, মানবাধিকার সংরক্ষণ কমিশনের সম্পাদক হাফিজুর রহমান প্রমুখ। উপজেলা আওয়ামীলী সভাপতি আশরাফুল আলম খানের নেতৃত্বে এক বিশাল বিজয় র্যালি অনুষ্ঠিত হয়। বেলা সাড়ে এগারটায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্্র ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আশরাফুল আলম খান।