ফুলতলা (খুলনা) প্রতিনিধিঃ মহান বিজয় দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন আয়োজনে ব্যাপক কর্মসূচি পালিত হয়। পালিত কর্মসূচির মধ্যে ছিল তোপধনির মাধ্যমে শুভসূচনা, প্রাতুষ্যে সকল ভবনে জাতীয় পতাকা উত্তোলন, উপজেলা ডাবুর মাঠে আনুষ্ঠানিক জাতীয় পতাকা উত্তোলন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের কুচকাওয়াজ, ডিস প্লে এবং সকাল সাড়ে ১০টায় উপজেলা মিলনায়তনে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয় । ইউএনও মাশরুবা ফেরদৌস সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আকরাম হোসেন। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভুমি ) পিংকি সাহা, ওসি মুন্সী আসাদুজ্জামান। মহিলা বিষয়ক কর্মকর্তা ফারাহানা ইয়াসমিনের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী জাফর উদ্দিন আলহাজ¦ আনোয়ারুজ্জামান মোল্যা, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সরদার সাহাবুদ্দিন জিপ্পী, এস মৃনাল হাজরা, ইউপি চেয়ারম্যান শরীফ মোহাম্মাদ শিপলু প্রমুখ। বিকালে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে র্যালী ও পরে স্বাধীনতা চত্ত্বরে এক আলোচনা সভায় অন্যান্যের মধ্যো বক্তৃতা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামীলীগ সভাপতি আলহাজ¦ শেখ আকরাম হোসেন, জেলা সহ-সভাপতি বিএমএ সালাম, উপজেলা সাধারন সম্পাদক সরদার সাহাবুদ্দিন জিপ্পী, যুগ্ম সম্পাদক এস মৃনাল হাজরা, ইউপি চেয়ারম্যান শরীফ মোহাম্মাদ ভূইয়া, শহিদুল্লাহ প্রিন্স, রবিন বসু, এস কে মিজানুর রহমান, আশরাফুল আলম কচি, প্রদ্যুৎ কুমার বিশ্বাস প্রমুখ।