মোংলা বন্দরে মোবাইল কন্টেইনার স্ক্যানারের কার্যক্রম শুরু

প্রকাশঃ ২০১৭-১২-১৯ - ১৯:২৫

আবু হোসাইন সুমন, মোংলা : মোংলা বন্দর প্রতিষ্ঠার দীর্ঘ ৬৭ বছর পর অত্যাধুনিক মোবাইল কন্টেইনার স্ক্যানারের ম্যাধমে আমদানী-রপ্তানী পণ্য পরীক্ষণের কার্যক্রম শুরু করেছে কাস্টমস কর্তৃপক্ষ। মঙ্গলবার বিকেল ৫টায় বন্দর জেটির ৪ নং কন্টেইনার ইয়ার্ড সংলগ্ন জায়গায় আনুষ্ঠানিকভাবে কন্টেইনার পণ্য পরীক্ষণের মধ্যদিয়ে স্ক্যানারটির কার্যক্রমের উদ্বোধন করেন মোংলা কাস্টমস হাউসের কমিশনার মো: মারগুব আহমেদ। এ সময় মোংলা বন্দর কর্তৃপক্ষের পরিচালক (প্রশাসন) প্রনব কুমার রায়, কাস্টমস হাউসের অতিরিক্ত কমিশনার মো: আশরাফুল ইসলাম, ডেপুটি কমিশনার মো: জাহাঙ্গীর আলম, বন্দরের প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা মো: সিদ্দিকুর রহমান, সহকারী প্রকৌশলী (ইলেক্ট্রিক্যাল) শিরিন আফরোজ অনু, ট্রাফিক অফিসার মো: মিজানুর রহমান, কাস্টমসের রাজস্ব কর্মকর্তা মো: আনোয়ার হোসেন। এছাড়া বন্দর কর্তৃপক্ষ, কাস্টমস হাউস, সিএন্ডএফ, শিপিং এজেন্ট’র কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
কাস্টমস কমিশনার মারগুব আহমেদ বলেন, চীন সরকারের আর্থিক অনুদানে দেয়া আধুনিক এ মোবাইল স্ক্যানারটির মাধ্যমে কোন প্রকার হাতের স্পর্শ ছাড়াই প্রতি ২ মিনিটে ১টি কন্টেইনার স্ক্যানিং করা সম্ভব হবে। ফলে পণ্যের পরীক্ষণ কার্যক্রম অতি দ্রুততার সাথে সম্পন্ন করা যাবে। এছাড়া মোংলা বন্দরে শুল্ক আহণের কার্যক্রমকে গতিশীল করতে আধুনিক এ মোবাইল স্ক্যানারটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি আরো বলেন, বন্ধু প্রতীম চীন সরকারের অনুদান হিসেবে দেয়া ৪টি মোবাইল কন্টেইনার স্ক্যানার চট্টগ্রাম, মোংলা, বেনাপেল ও কাস্টমস হাউসে (আইসিডি,ঢাকা) স্থাপন করা হয়েছে। তবে মোংলা বন্দরে এই প্রথম মোবাইল স্ক্যানার দিয়ে পণ্য পরীক্ষণের কার্যক্রম শুরু হলো।