বটিয়াঘাটায় লোকায়ত কৃষি উন্নয়নে দক্ষতা বৃদ্ধি প্রশিক্ষণ

প্রকাশঃ ২০১৭-১২-২১ - ১৯:২০

বটিয়াঘাটা : উন্নয়ন সংস্থা লোকজ-LoCOS এর আয়োজনে মিজারিওর-জার্মানীর সহযোগিতায় ১৮-২১ ডিসেম্বর ২০১৭ পর্যন্ত ৪দিন ব্যাপী লোকায়ত কৃষি উন্নয়নে দক্ষতা বৃদ্ধি প্রশিক্ষণ কর্মশালা প্রশিক্ষণের ৩নং গঙ্গারামপুর ইউনিয়ন পরিষদ সভা কক্ষে উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান শেখ মোঃ হাদি-উজ-জামান হাদী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বটিয়াঘাটা উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রুবায়েত আরা, সহকারী প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা উপ-সহকারী কৃষি অফিসার সরদার আব্দুল মান্নান এবং কবিরাজ মো: আইয়ুব আলী। ৫০জন কৃষক-কৃষাণী ধনেপাতা চাষ, পরিচর্যা ও বাজারজাতকরণ, ঔষধী বাগান এর গুরুত্ব, চুইচাষ, পরিচর্যা ও বাজারজাতকরণ, জৈবকীটনাশক তৈরি কৌশল ও প্রয়োগ, কেঁচো কম্পোষ্ট তৈরি কৌশল ও ব্যবহার, দেশীও ফল চাষ, পরিচর্যা ও রোগ বালাই দমন, বীজ সংগ্রহ, সংরক্ষণ ও ব্যবহার, বীনা চাষে ফসল উৎপাদন পদ্ধতি ও ডাল জাতীয় ফসল চাষ পদ্ধতি প্রশিক্ষণ গ্রহণ করেন। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন লোকজ এর নির্বাহী পরিচালক দেব প্রসাদ সরকার। অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন প্রোগ্রাম অফিসার মিলন কান্তি মন্ডল ও দিপংকর কবিরাজ।