খুলনা : খুলনায় এসএসসি পরীক্ষার্থী খলিলুর রহমান সিয়াম (১৬) হত্যা মামলায় চার জনকে গ্রেফতার করেছে খুলনা সদর থানা পুলিশ। বুধবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেন মামলার তদন্ত কর্মকর্তা ওসি (তদন্ত) মোশাররফ হোসেন। গ্রেপ্তারকৃতরা হচ্ছে নিহতের বন্ধু আলামিন হোসেন ওরফে ছোট রনি, রায়হান, রাব্বি ও আবু সাঈদ ওরফে ছোট। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ছুরিও উদ্ধার করা হয়। এর আগে বুধবার সকালে ১০ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন নিহতের বাবা আয়নাল হক।
মামলার তদন্ত কর্মকর্তা মোশাররফ হোসেন বলেন, সিয়াম হত্যাকাণ্ডের এজাহারভুক্ত চার আসামিকে বুধবার সকালে পৃথক স্থান থেকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে দুজনকে হরিণটানা থানাধীন কৈয়া বাজার এলাকা থেকে এবং অপর দুজনকে দারোগা পাড়া থেকে গ্রেফতার করা হয়।
গত মঙ্গলবার সন্ধ্যার পর বন্ধুদের সঙ্গে বিরোধের জেরে মহানগরীর চানমারি মেসের সড়ক এলাকায় এসএসসি পরীক্ষার্থী খলিলুর রহমান সিয়ামকে কুপিয়ে জখম করা হয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাতেই সে মারা যায়। নিহত সিয়াম মহানগরীর চানমারি চতুর্থ গলি এলাকার বাসিন্দা আয়নাল হকের ছেলে। সে রূপসা মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিল।