ডুমুরিয়ায় স্বামী পরিত্যাক্তা  মহিলাকে মারপিট ও বসত ঘর ভাংচুর        

প্রকাশঃ ২০১৭-১২-২৮ - ১৮:৩৬

আ: লতিফ মোড়ল, ডুমুরিয়া(খুলনা) : ডুমুরিয়ার পল্লীতে জমি- জমা সংক্রান্ত বিরোধের জের ধরে এক স্বামী পরিত্যাক্তা মহিলাকে মারপিট করে তার বসত ঘর ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে  প্রতিপক্ষরা। ঘটনাটি ঘটেছে উপজেলার উলা গ্রামে। এ ঘটনায় ভুক্তভোগী বিধবা আ›জুয়ারা বেগম গতকাল থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। লিখিত অভিযোগ ও থানা পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার উলা গ্রামের মৃত মোজাহার আলী সরদারের মেয়ে আ›জুয়ারা বেগম(৪০) তার পৈতৃক সূত্রে প্রাপ্ত উলা মৌজার জেএল ১৩৩,এস,এ খতিয়ান ১০৯,ডিপি ৪৭৭ নং খতিয়ানের বিভিন্ন দাগে ওয়ারেশ সূত্রে প্রাপ্ত ৭ শতাংশ জমিতে বসত ঘর নির্মান করে বসবাস করে আসছিল। নিজের কর্ম সং¯হানের জন্যে আ›জুয়ারা বেগম চাকুরীর সুবাদে বছর খানেক সময় বিদেশে থেকে সেখানে ভাল অব¯হান না থাকায় সম্প্রতি দেশে ফিরে আসেন। ফিরে এসে তিনি তার পূর্বে নির্মিত ও ফেলে রাখা বসত ঘরটি গত বুধবার পুনরায় সংস্কারের উদ্যোগ নিলে তার শরীর প্রভাবশালী প্রতিপক্ষ মোহাম্মদ আলী তার সহযোগীদের নিয়ে আ›জুয়ারাকে গালি গালাজ ও মারপিট করে আহত করে এবং তার বসত ঘরটি ভেঙ্গে গুড়িয়ে  ফেলে মাটির সাথে মিশে দেয়। এতে তার প্রায় অর্ধ লক্ষ টাকার ক্ষতি সাধন করেছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। অভিযোগের বিষয়ে জানতে চেয়ে মোহাম্মদ আলী সরদার বলেন, আমার জমিতে আ›জুয়ারা জোর পূর্বক ঘর তোলার চেষ্টা করছে। এখানে তার কোন জমি পাওনা নেই।তার জমি অন্য দিকে। এ প্রসঙ্গে থানার অফিসার ইন চার্জ মোঃ হাবিল হোসেন জানান, ঘর বাধাঁ ও ভাঙ্গা বিষয়ে আমি দু’পক্ষের কাছ থেকে দু’টি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।