দাকোপে সন্ত্রাসী হামলায় তরুণলীগ নেতাসহ দুইজন আহত

প্রকাশঃ ২০১৭-১২-২৮ - ২০:৫২

দাকোপ(খুলনা)প্রতিনিধি : বৃহস্পতিবার সকালে সন্ত্রাসীদের হামলায় আওয়ামী তরুণলীগের দাকোপ উপজেলার যুগ্ম-সাধারণ সম্পাদক সঞ্জয় বৈদ্য, তার বড় ভাই ও বড় ভাইয়ের স্ত্রী গুরুতর আহত হয়। ঘটনাটি ঘটেছে উপজেলার বাজুয়া ইউনিয়নের চুনকুড়ি গ্রামে। ভুক্তভোগী পরিবার সূত্রে জানাযায়, ঘটনার দিন আনুমানিক সকাল ১১টায় প্রতিপক্ষ কুমারেশ রায়,সমরেশ রায়, বিলাশ রায় ও পলাশ রায়, জোরপূর্বক সঞ্জয় বৈদ্যর ক্ষেতের ধান কাটাতে যায় । তখন তাদের বাধা দিলে অস্ত্র-সস্ত্র নিয়ে তারা সঞ্জয়কে আক্রমন করে। তখন সঞ্জয়কে বাঁচাতে তার বড় ভাই শ্যামল বৈদ্য এবং তার স্ত্রী শর্মিলা বৈদ্য ছুটে এলে সন্ত্রাসীরা দা,কুড়াল, লোহার রড দিয়ে তাদেরকেও রক্তাক্ত জখম করে। আহত সঞ্জয় বৈদ্য বলেন, তাদের উপর হামলার সময় বিলাশের হাতে একটি শর্টগান ছিল। যার ভয়ে সে তাদের হাতে ধরা দেয়। গ্রামবাসীর সহায়তায় আহতদের দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ বিষয়ে দাকোপ থানার অফিসার ইনচার্জ মোঃ শাহাবুদ্দিন চৌধুরী বলেন, এ বিষয়ে এখনও থানায় কোনো অভিযোগ আসেনি। অভিযোগ এলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহন করব। আহতদের পরিবারের সদস্যরা জানায় এখন রুগী নিয়ে ব্যস্ত আছি এরা একটু সুস্থ্য হলে থানায় মামলা দায়ের করব।