ফুলতলা (খুলনা) প্রতিনিধি: মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ বলেছেন, সাধারণ শিক্ষার পাশাপাশি তথ্য প্রযুক্তির সমন্বয়ে আধুনিক শিক্ষা জাতিকে বিশ^ দরবারে মাথা উচু করে দাড়াতে সহায়ক ভুমিকা পালন করবে। আগামী দিনের ভবিষ্যৎ শিশুদের কথা বিবেচনা করে সরকার বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিচ্ছে।
শুক্রবার বিকালে খুলনার ফুলতলা করিমুন্নেচ্ছা মডেল স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষনা, পুরষ্কার বিতরণ ও করিমুন্নেচ্ছা ক্লিনিক এন্ড ডেন্টাল কেয়ারের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। প্রতিষ্ঠাতা সভাপতি ডাঃ মোঃ শফিউদ্দিন মোল্যার সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইউএনও মাশরুবা ফেরদৌস, ওসি মোঃ আসাদুজ্জামান মুন্সী, আওয়ামীলীগ নেতা মৃনাল হাজরা, রেলওয়ে কর্মকর্তা ইদ্রিস আলী। শিক্ষক মুজাহিদুল ইসলামের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন পরিচালক মোঃ আজহার আলী মোড়ল, সহসভাপতি শেখ মতলেব হোসেন, প্রেসক্লাব ফুলতলা সভাপতি তাপস কুমার বিশ্বাস, অধ্যাপক মোঃ নেছার উদ্দিন, অধ্যক্ষ রবীন্দ্রনাথ সরকার, প্রধান শিক্ষক ইকবাল হোসেন মোল্যা, ইউপি সদস্য আঃ রহমান সরদার, শহিদুল্লাহ প্রিন্স, এস কে মিজানুর রহমান, এস রবিন বসু, রবিউল ইসলাম মোল্যা. এ্যাড. মোঃ নাসির উদ্দিন, শিক্ষক মাহমুদ জমাদ্দার, শিউলী বিশ্বাস, জুই প্রমুখ। পরে তিনি অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ফুলতলা আইয়ান জুল মিলস পরিদর্শন ও সমবেদনা জ্ঞাপন করেন। এ সময় উপস্থিত ছিলেন মিলের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ¦ ফেরদৌস হোসেন ভুইয়া, পরিচালক মোঃ জহির উদ্দিন রাজীব, মোঃ তাজ উদ্দিন সজীব, আলহাজ¦ এনামুল হক ভুইয়া। পরে প্রধান অতিথি কৃতি শিক্ষার্থীদের পুরস্কৃত করেন। এর পূর্বে প্রধান অতিথি করিমুন্নেচ্ছা ক্লিনিক এন্ড ডেন্টাল কেয়ারের উদ্বোধন করেন।