দাকোপে ইউপি সদস্যসহ ৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের

প্রকাশঃ ২০১৭-১২-৩০ - ২১:০১

দাকোপ প্রতিনিধি : দাকোপের পল্লীতে জমিজমা সংক্রান্ত বিরোধে ইউপি সদস্যসহ এলাকাবাসীর বিরুদ্ধে হয়রানী মূলক মামলা দায়েরের অভিযোগ উঠেছে। ঘটনাটির নিরপেক্ষ তদন্তসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনে প্রশাসনের উপর মহলের হস্তক্ষেপ কামনা করা হয়েছে।
উপজেলার কামারখোলা ইউনিয়নে জমির ধান কাটাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য আঃ রাজ্জাক গাজী সিরাজ গাজী সফি গাজীর নামে প্রতিপক্ষ হাফিজুর গং কর্তৃক হয়রানী মূলক মামলা দায়েরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষুদ্ধ এলাকাবাসী সঠিক তদন্তসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনে প্রশাসনের উপর মহলের হস্তক্ষেপ কামনা করেছে। দাকোপ থানায় দায়েরকৃত এজাহার ও এলাকাবাসী সুত্রে জানা যায়। বটিয়াঘাটা উপজেলাধীন ঝিনাইখালী গ্রামের মোসলেম শেখের স্ত্রী নুরজাহান বেগমের নিজ নামে রেকর্ডিয় সাড়ে ৭ বিঘা সম্পত্তি কামারখোলায় অবস্থিত। একই দাগে নুরজাহান বেগমের পৈত্রিক মোট সম্পত্তির পরিমান ৪১ বিঘা। কামারখোলা গ্রামের জনৈক শফি গাজী নুরজাহান বেগমের ওই সম্পত্তি দেখাশুনা ও বর্গাচাষ করে। কিন্তু একই দাগের ধারাবাহিক ক্রয় সুত্রে সর্বশেষ মালিকানা দাবীদার বাগেরহাটের রামপাল উপজেলার হাফিজুর গংরা গত চাষাবাদ মৌসুমে নুরজাহান বেগমের সম্পত্তি নিজেদের দাবী করে চাষাবাদে বাধা দেয়। সর্বশেষ উপজেলা ও ইউনিয়ন পরিষদের জনপ্রতিধিদের মধ্যস্থতায় সাড়ে ৩ বিঘা জমি নুরজাহান বেগমের পক্ষে বর্গাদার শফি চাষাবাদ করে। সম্প্রতি তার মধ্যে দেড়বিঘা জমির ফসল কাটা হয়। এই ঘটনায় প্রতিপক্ষ রামপাল উপজেলার হাফিজুর বাদী হয়ে গত ২৮ ডিসেম্বর বর্গাদার শফিসহ স্থানীয় সিরাজ গাজী ও ইউপি সদস্য রাজ্জাক গাজীর নামে জোর পূর্বক ধান কাটা ও ভয়ভীতি দেখানোর মিথ্যে অভিযোগ এনে দাকোপ থানায় মামলা দায়ের করে। মামলার ২ ও ৩ নং আসামী সিরাজ গাজী ও ইউপি সদস্য রাজ্জাক গাজীর ঘটনার সাথে কোন সম্পৃক্ততা না থাকলেও সম্পূর্ন উদ্দেশ্য প্রনোদীতভাবে তাদেরকে জড়ানো হয়েছে বলে দাবী করা হয়েছে। আপোষরফার বিষয়টি নিয়ে হটাৎ এমন অপতৎপরতায় বিক্ষুদ্ধ এলাকাবাসী এই ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার এবং সম্পত্তির বিরোধীয় বিষয়টি আদালতের নিষ্পত্তির দাবী জানিয়েছেন।