ডুমুরিয়ায় বিধবার বসতঘর ভাঙ্গচুর ও জীবন নাশের হুমকি

প্রকাশঃ ২০১৭-১২-৩০ - ২২:১২

ডুমুরিয়া(খুলনা)প্রতিনিধি: ডুমুরিয়ার পল্লীতে জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে এক বিধবার বসত ঘর ভাঙ্গচুর ও জীবন নাশের হুমকি দিয়েছে প্রতিপক্ষরা। ঘটনাটি ঘটেছে উপজেলার শোভনা গ্রামে। এ ঘটনায় ভুক্তভোগী বিধবা আছিয়া বেগম শনিবার থানায় একটি সাধারন ডায়েরী করেছেন। সাধারন ডায়েরী ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার শোভনা গ্রামের মৃত সামছুর আলী শেখের স্ত্রী আছিয়া বেগমের শোভনা মৌজার জেএল ৮১,খতিয়ান নং এস,এ ৬৬,দাগ নং এস,এ ৬৪২০,৬৪২৫,৬৪২৬ দাগের ১ একর ১৮ শতাংশ জমি নিয়ে একই এলাকার বিবাদী আঃ হামিদ শেখ, রশিদ শেখ গংদের সাথে পূর্ব বিরোধ রয়েছে। খুলনার বিজ্ঞ যুগ্ম জজ আদালতে তফসিলে উল্লেখিত জমি নিয়ে একটি বাটোয়ারা মামলা চলমান রয়েছে।বিরোধীয় জমিতে বাদীর বসত ঘর রয়েছে। এ দিকে বিবাদীগন জমি তাদের দখলে নিতে গত ২৫ ডিসেম্বর তারিখে বাদী অসহায় বিধবা আছিয়া বেগমকে অকথ্য ভাষায় গালিগালাজ ও জীবন নাশের হুমকি সহ তার বসত ঘর ভাংগচুর করিবে বলে হুমকি দিয়েছে। এ ঘটনায় আছিয়া বেগম জীবনের নিরাপত্তা ও বসত ঘর ভাংচুরের আশংকার কথা জানিয়ে গতকাল ডুমুরিয়া থানায় একটি সাধারন ডায়েরী করেছেন।