পাইকগাছায় পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে সংখ্যালঘু নির্যাতন সহ নানা অভিযোগ

প্রকাশঃ ২০১৮-০১-০২ - ১৮:৫৬

পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে পুলিশ কর্মকর্তা কর্তৃক সংখ্যালঘু সম্প্রদায়ের এক দোকান কর্মচারীকে মারপিট করে আহত করার অভিযোগ সহ আরো তথ্য বেরিয়ে এসেছে। আহত ব্যক্তি পাইকগাছা হাসপাতালে এখনও চিকিৎসাধীন আছে। ঘটনাটি ঘটেছে, উপজেলার লস্কর ইউপির মিনহাজ বাজারে। এঘটনায় থানায় অভিযোগ হয়েছে। ঘটনাটি ভিন্ন খাতে প্রবাহিত করতে একটি মহল দাপিয়ে বেড়াচ্ছে। অভিযোগের প্রেক্ষিতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছ।
থানার অভিযোগ ও এলাকাবাসী সুত্রে জানা যায়, গড়ইখালী ইউপির হোগলার চক গ্রামের মৃত বাসুদেব মন্ডলের ছেলে দোকান কর্মচারী দিলিপ কুমার মন্ডল ঘটনার সময় দোকান মালিক মিনহাজ বাজারস্থ অনিল মন্ডলের দোকানে আমিরপুর গ্রামের মৃত ছাত্তার গাজীর ছেল লক্ষ্মীপুরে কর্মরত পুলিশের এস আই আকবর হোসেন গাজী দোকানে আসলে দোকান কর্মচারী মৃত পিতার বাকী টাকা চাইলে আকবর তেলে-বেগুনে জ্বলে উঠে। এক পর্যায় কথা কাটাকাটিতে আকবার প্রথমে জুতা দিয়ে পিটায় এবং পরবর্তীতে অকথ্য ভাষায় গালিগালাজ করে কিল, ঘুষি মেরে আহত করে। এঘটনায় বাজার ব্যবসায়ীদের মধ্যে মারাত্মক ক্ষোভের সৃষ্টি হয়। উল্লেখ্য, এ পুলিশ কর্মকর্তা ঐ দিনই পৌর সদরের শিবসা ব্রীজের নিচে শ্রমিকদের বনভোজন অনুষ্ঠানে আসৌজন্য আচরণ করে। পাইকগাছা থানাপুলিশ জানতে পেরে থানার ওসির নির্দেশে তাকে ডেকে পাঠালে সে তড়িঘড়ি করে স্থান ত্যাগ করে। এ অভিযোগ সম্বন্ধে আকবারের সাথে একাধিকবার যোগাযোগ করেও তার মন্তব্য নেয়া সম্ভব হয়নি। তবে থানার ওসি অমিনুল বিপ্লব অভিযোগ প্রাপ্তির কথা জানিয়ে বলেন, এ ঘটনায় তদন্ত পূর্বক আইনী ব্যবস্থা নেয়া হবে।