আদালত অবমাননার দায়ে ফুলতলার তহশীলদার কারাগারে

প্রকাশঃ ২০১৮-০৬-২৫ - ২১:৪৮

তাপস কুমার বিশ্বাস, ফুলতলা (খুলনা) : আদালতের নিষেধাজ্ঞা অমান্য করায় ফুলতলায় তহশীলদার আঃ রব (৫৩) কে ২ মাসের বিনাশ্রম কারাদন্ডাদেশ দিয়েছেন খুলনার বিজ্ঞ যুগ্ন-জেলা জজ ২য় আদালত। আদালতের গ্রেফতারী পরোয়ানা জারি হলে ফুলতলা থানা পুলিশের এসআই আরব আলী খুলনার পূর্ব বাণিয়াখামারস্থ বাড়ি থেকে তহশীলদার আঃ রবকে আটক করে গতকাল জেল হাজতে প্রেরণ করেন।
আদালত সূত্র জানায়, ফুলতলার দামোদর গ্রামের জনৈক মোঃ রবিউল আলম বাদি হয়ে আদালতে খুলনা জেলা প্রশাসক, ফুলতলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও দামোদর ইউনিয়ন তহশিলদারকে বিবাদি করে মোকদ্দমা (নং-৬৪/১৫) দায়ের করেন। এরই প্রেক্ষিতে নালিশী জমিতে অস্থায়ী ও অন্তঃবর্তীকালিন নিষেধাজ্ঞার আবেদন জানালে বিজ্ঞ আদালত বিবাদি পক্ষের প্রতি স্থিতাবস্থা বজায় রাখতে নির্দেশ (তারিখ-২৮/৫/১৫) প্রদান করেন। আলাদলেতের এ আদেশ (নোটিশ) গ্রহণে অস্বীকৃতি জানিয়ে ৩ নং বিবাদি ইউনিয়ন ভূমি তহশিলদার আঃ রব ২৯ ও ৩০/৫/১৫ তারিখে বিপুল সংখ্যক শ্রমিক নিয়োগ করে ঐ জমিতে পাকা দেওয়াল নির্মান করে। এ সময় বাদির ঘরের চাল ভেঙে ও মূল্যবান গাছপালা কেটে নিয়ে যায় বলে লিখিত অভিযোগ করা হয়। আদালতের আদেশ ভঙ্গের আনুষ্ঠানিক অভিযোগ গঠনের সময়ও বিবাদি অনুপস্থিত থাকেন। এরই প্রেক্ষিতে খুলনার বিজ্ঞ যুগ্ন-জেলা জজ ২য় আদালত এর বিজ্ঞ বিচারক মুহাম্মদ জাকারীয়্যা ৩ নং বিবাদি ইউনিয়ন ভূমি তহশিলদার আঃ রবকে ২ মাসের বিনাশ্রম কারাদন্ডাদেশ প্রদান করেন। তবে দন্ডাদেশপ্রাপ্ত বিবাদি পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি হলে ফুলতলা থানা পুলিশের এসআই আরব আলী খুলনার পূর্ব বাণিয়াখামারস্থ বাড়ি থেকে তহশীলদার আঃ রবকে আটক করে গতকাল জেল হাজতে প্রেরণ করেন।