শিক্ষার্থীদের মানসিক ও শারীরীক বিকাশে খেলাধূলার কোন বিকল্প নেই

প্রকাশঃ ২০১৮-০৩-৩০ - ১২:৪৯

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি : বাগেরহাট-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব তালুকদার আঃ খালেক রামপালের ফয়লাহাট কামালউদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় বলেন, শিক্ষার্থীদের পড়াশুনার পাশাপাশি ক্রিড়া অনুশীলন করতে হবে। শিক্ষার্থীদের মানসিক ও শারিরীক বিকাশে খেলাধূলার কোন বিকল্প নেই। রামপাল-মংলার আওয়ামীলীগ সরকারের উন্নয়নে ভ’মিকা অপরিসীম এবং বর্তমান সরকারের নানা উন্নয়ন কর্মকান্ডকে তুলে ধরে বলেন, আওয়ামীলীগ উন্নয়নের ধারায় বিশ্বাসী, তাই দেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে উন্নয়নের রোলমডেলে এগিয়ে চলেছে। বৃহস্পতিবার বিকাল ৫টায় রামপালের ফয়লাহাট কামালউদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। প্রধান শিক্ষক গাজী জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সভায় আন্যান্যের মধ্যে বক্তৃতা রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোয়াজ্জেম হোসেন, মোল্লা আঃ রউফ, উজলকুড় ইউপি চেয়ারম্যান গাজী আকতারুজ্জামান, রামপাল থানার ওসি লুৎফর রহমান, প্রেসক্লাব সভাপতি হাওলাদার আব্দুল হাদি। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা আঃ মান্নান, বাইনতলা ইউপি চেয়ারম্যান ফকির আব্দুল্লাহ প্রমুখ।