ইউনিক প্রতিনিধি : দৌলতপুর পাবলা বণিকপাড়া নাগরিক সমাজের পক্ষ সোমবার বেলা সাড়ে ১২টায় দৌলতপুর পাবলা বণিকপাড়ার ৩য় শ্রেণির ছাত্রী অঙ্কিতা দে ছোয়াকে ধর্ষণপূর্বক নৃশংসভাবে হত্যার মূল হোতা নরপশু প্রীতম রুদ্রের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে খুলনা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. মোঃ সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক এ্যাড. কে এম ইকবাল হোসেনসহ সমিতির নেতৃবৃন্দের নিকট স্মারকলিপি প্রদান করা হয়। গত ২২ জানুয়ারি ধর্ষক প্রীতম রুদ্র অঙ্কিত দে ছোয়াকে শীতবন্ত্র দেয়ার কথা বলে তাদের বাড়ির ছাদে নিয়ে ধর্ষণপূর্বক নৃশংসভাবে হত্যা করে বস্তাবন্দী করে নিচতলার বাথরুমে ফেলে রাখে। অঙ্কিতা দে ছোয়ার অভিভাবকগণ তাকে খুঁজে না পেয়ে থানায় জিডি করে। এমতাবস্থায় গত ২৮ জানুয়ারি দৌলতপুর থানা পুলিশ প্রীতম রুদ্রের বাড়ির নিচতলার বাথরুম থেকে বস্তাবন্দী অবস্থায় অঙ্কিতা দে ছোয়ার লাশ উদ্ধার করে। সন্দেহভাজন হিসেবে প্রীতম রুদ্রসহ বেশকিছু লোককে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে প্রীতম রুদ্র অঙ্কিতা দে ছোয়াকে ধর্ষণসহ নৃশংসভাবে হত্যার কথা স্বীকার করে, যা পরবর্তীতে খুলনা ম্যাজিস্ট্রেট আদালতে সমস্ত ঘটনার দায় স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দী প্রদান করে। ঘটনার পরবর্তীতে অঙ্কিতা দে ছোয়ার ধর্ষণসহ অমানবিক এ হত্যার প্রতিবাদে ধর্ষক ও হত্যাকারী নরপশুর সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়ে বিভিন্ন সংগঠনসহ দৌলতপুর পাবলা বণিকপাড়া নাগরিক সমাজ সমাবেশ করে। এর ধারাবাহিকতায় আজ খুলনা আইনজীবী সমিতির নেতৃবৃন্দের নিকট স্মারকলিপি প্রদান করা হয় এবং ধর্ষক ও হত্যাকারী নরপশু প্রীতম রুদ্রের সর্বোচ্চ শাস্তির দাবিতে আইনী সহযোগিতা চাও হয়। সাথে সাথে ধর্ষক ও হত্যাকারী নরপশু প্রীতম রুদ্রের পক্ষে খুলনার কোনো আইনজীবী আইনী সহায়তা প্রদান না করেন তারজন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়। এ সময়ে আইনজীবী সমিতির সভাপতি এড. সাইফুল ইসলাম বলেন, অঙ্কিতা দে ছোয়াকে যে ধর্ষণপূর্বক নৃশংসভাবে হত্যা করেছে সেই প্রীতম রুদ্রের সর্বোচ্চ শাস্তির জন্য খুলনা আইনজীবী সমিতি সর্বাত্মক আইনী সাহায্য-সহযোগিতা করবে। স্মারকলিপি প্রদান পরবর্তীতে বিকেল ৩:৩০টায় খুলনা সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেকের নিকট স্মারকলিপি অনুলিপি প্রদানপূর্বক মতবিনিময় করা হয়। বিকেল ৪:১৫টায় খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানার নিকটও অনুলিপি প্রদানপূর্বক মতবিনিময় করা হয়। এ সময়ে উপস্থিত ছিলেনÑনাগরিক সমাজের আহ্বায়ক নামুল হাসান পুলু, দৌলতপুর থানা আওয়ামীলীগের সভাপতি ও বিজিএ চেয়ারম্যান সৈয়দ আলী, খুলনা আইনজীবী সমিতির সাংস্কৃতিক সম্পাদক এড. আনোয়ারা সসতাজ আন্না, পূজা উদযাপন পরিষদ খুলনা মহানগর সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার কুণ্ডু, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ খুলনা মহানগর সাধারণ সম্পাদক গোপাল চন্দ্র সাহা, পূজা পরিষদ খুলনা মহানগর কোষাধ্যক্ষ রতন কুমার নাথ, যুব ঐক্য পরিষদ খুলনা মহানগর সভাপতি বিশ্বজিৎ দে মিঠু, পূজা পরিষদ দৌলতপুর থানার সভাপতি তিলক গোস্বামী, সাধারণ সম্পাদক প্রকাশ অধিকারী, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ দৌলতপুর থানা সভাপতি আশুতোস সাধু, সাধারণ সম্পাদক বলরাম দত্ত, সাবেক কাউন্সিলর হুমায়ুন কবীর, উৎপল দত্ত, অলোক কুণ্ডু, দৌলতপুর থানা মহিলা আ্ওয়ামী লীগ সাধারণ সম্পাদক ফারহানা নিপু, শঙ্কর দত্ত, বিকাশ কর, বীথিকা সাধু, স্বাধীন মোড়ল, সুশান্ত দে প্রমুখ।