খুলনা অফিসঃ বাংলাদেশ আত্তীকৃত সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির খুলনা জেলা শাখা গঠন করা হয়েছে। সেনহাটী সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেখ মো. ফরহাদ হোসেনকে সভাপতি ও সরকারি দৌলতপুর মুহসিন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক আশীষ কুমার সরকারকে সাধারণ সম্পাদক করে ৪১সদস্য বিশিষ্ট একটি কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।
গত ১৯ সেপ্টেম্বর সকালে সরকারি দৌলতপুর মুহসিন মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে এই কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সিনিয়র সহসভাপতি পদে তপন কুমার বিশ্বাস, সহসভাপতি পদে শহিদুল ইসলাম, মো. মাহমুদ আলম, মো. জাকির হোসেন, বিকাশ চন্দ্র মন্ডল, বিশ্বানাথ ভট্টাচার্য, মো. শফিকুল ইসলাম ও লস্কও সোহেল রানা, যুগ্ম সাধারণ সম্পাদক পদে মো. আছাদুজ্জামান সরদার ও চন্দন দত্ত, সহসম্পাদক পদে মো. সারাফাত হোসেন, সালমা পারভীন, দেবাশীষ বিশ্বাস ও যোগেন্দ্রনাথ ঘরামী, সাংগঠনিক সম্পাদক পদে এস,এম কবিরুল ইসলাম মহারাজ, সহ সাংগঠনিক সম্পাদক পদে মো. হাসানুজ্জামান, প্রচার সম্পাদক পদে মো. নাজমুল ইসলাম, সহ প্রচার সম্পাদক পদে ফিরোজা খানম, তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে রীতেশ চন্দ্র বিশ্বাস, কোষাধ্যক্ষ পদে মো. মাছুম বিল্লাহ, দপ্তর সম্পাদক পদে মো. সাজ্জাদ হোসেন, সমাজ কল্যাণ সম্পাদক পদে প্রভাস চন্দ্র বাগচী, সহ সমাজ কল্যাণ সম্পাদক পদে আশীষ মন্ডল, সাহিত্য-সাংস্কৃতিক সম্পাদক পদে মৃদুল মন্ডল, মহিলা বিষয়ক সম্পাদক পদে জেবুন্নেছা ঝর্ণা, সহ মহিলা বিষয়ক সম্পাদক পদে আফরোজা রহমান, ক্রীড়া সম্পাদক পদে মুন্সী ইনামুল কবীর, সহ ক্রীড়া সম্পাদক পদে মো. মোরশেদুল আলম, ধর্ম বিষয়ক সম্পাদক পদে জিয়াউর রহমান ও অর্ধেন্দু শেখর মন্ডলকে নির্বাচিত করা হয়। এছাড়া নয়জন সহকারি শিক্ষককে নির্বাহী সদস্য হিসাবে অনুর্ভুক্ত করা হয়েছে।