কেএমপির সাচিবুনিয়া বিশ্বরোড চৌরাস্তা মোড়ে দূর্ঘটনার আশংঙ্কা

প্রকাশঃ ২০১৭-১১-১৬ - ১৮:৫৩

ট্রাফিক ব্যবস্থা চালু করনের দাবী

বটিয়াঘাটা : কেএমপির লবণচরা থানার মধ্যে বটিয়াঘাটা উপজেলার সাচিবুনিয়া বিশ্বরোড চৌরাস্তা মোড়ে ট্রাফিক ব্যবস্থা চালু না থাকায় যে কোনো মূহুর্তে বড় ধরনের দূর্ঘটনা ঘটার সমূহ সম্ভাবনা দেখা দিয়েছে। এলাকাবাসী জরুরী ভিত্তিতে উক্ত গুরুত্বপূর্ন স্থানে দিবা-রাত্রে একজন সার্জেন্ট ও ট্রাফিক সদস্য নিয়োগের জোর দাবী জানিয়েছেন পুলিশ কমিশনারের নিকট। জানা গেছে, কেএমপির রুপসা বাইপাস সড়কের বিশ্বরোড সাচিবুনিয়া মোড় এলাকা বর্তমানে একটি অতিব জনগুরুত্বপূর্ন সড়ক। সড়কটি বর্তমানে চৌরাস্তা রাস্তার মিলনমেলা। দূরপাল্লার হাজার হাজার ভারীযানবাহন ট্রাক, বাস, লরী সহ ছোটখাটো যানবাহন এ সড়কের উপর দিয়ে চলাচল করে। ফলে কে কখন কোন পন্থায় মোড় অতিক্রম করছে বুঝে উঠতে হিমশিম খেতে হয় যাবাহন চালকদের। অনুমান নির্ভর করেই রাস্তা অতিক্রম করতে হয় তাদের। যে কারনে যে কোনো মূহুর্তে বড় ধরনের দূর্ঘটনায় পতিত হয়ে শত শত প্রানহানী ঘটতে পারে বলে অভিজ্ঞমহলের ধারনা। জরুরী ভিত্তিতে উক্ত স্থানে একটি ট্রাফিক আইল্যান্ড নির্মান পূর্বক সার্বক্ষনিক সার্জেন্ট ও ট্রাফিক সদস্য নিযুক্ত করার জোর দাবী জানিয়েছেন এলাকাবাসী।