খুমেক হাসপাতাল নার্সকে হুমকি

প্রকাশঃ ২০১৮-০২-১১ - ১০:৩০

খুলনা : তুচ্ছ ঘটনায় খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স ফারহানা নাজ লাকীকে রোগীর আত্মীয় স্বজন বহিরাগতদের নিয়ে হুমকি প্রদান করেন। এ সময় অন্যরা নার্সরা এগিয়ে আসলে তাদের ওপর বহিরাগত ৪/৫ জন লোক চওড়া হয়। শনিবার সকালে খুমেক হাসপাতালের লেবার ওয়ার্ডের অ্যাকল্যাম্পসিরা রুমে এ ঘটনা ঘটে। এ ঘটনায় হাসপাতালের মেট্রোনকে অবহিত করা হয়েছে।
হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ এ টি এম মঞ্জুর মোর্শেদ বলেন, এ বিষয়ে আমাকে কেউ অবহিত করেনি। আমি অফিসায়াল কাজে ঢাকায় আসছি, এসে বিষয়টি খোঁজ খবর নিয়ে ব্যবস্থা গ্রহণ করবো।
জানা গেছে, শনিবার ভোরে লোহাগড়া থেকে সুলতানা নামে এক রোগী ওই ওয়ার্ডে ভর্তি হন। এ সকাল ১০টার দিকে ওই হাসপাতালে আসেন শাসকদলের পরিচয়দানকারী মোঃ রুবেল হোসেনসহ বহিরাগত ৪/৫ জন ব্যক্তি। ওই রোগীর ফাইল দেখতে চান রুবেল। ওই সময় দায়িত্বরত সিনিয়র স্টাফ নার্স ফারহানা নাজ লাকী বলেন, ফাইল তো এখনো জমা দেয়নি। আপনাদের রোগীর কাছে চান কোথায় আছে। এই কথায় বলায় তাকে অকথ্য ভাষায় বলে ওঠে আপনি ফাইলটি নিয়ে আসেন। এ সময় অন্য নার্সরা এগিয়ে আসলে রুবেলসহ বহিরাগত ৪-৫ জন তাদের ওপর চওড়া হন। পরে লোকজন এগিয়ে আসলে তারা সরে যান।
সিনিয়র স্টাফ নার্স লাকী বলেন, ওই রোগীর পরিচয়দানকারী রুবেল নামে এক ব্যক্তি তুচ্ছ ঘটনায় অকথ্য ভাষায় কথাবার্তা বলেন। পরে তাদের হাসপাতালের নার্সদের নেত্রী জেবুন্নেছাকে বিষয়টি অবহতি করা হলে তিনি এগিয়ে আসেন। এ সময় তার ওপরও চওড়া হন।