খুলনা অফিস : সাবেক ছাত্র ও যুবনেতা শেখ শহীদ আলী(৩৮) সড়ক দূর্ঘটনায় মারা গেছেন (ইন্না…….. রাজিউন)। আজ শনিবার ভোর সাড়ে চারটায় দিনাজপুর থেকে ফেরার পথে কুষ্টিয়ার লালন শাহ ব্রীজের সামনে তার পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছে আঘাত করে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আর পিক-আপের চালক আহত হন। শেখ শহীদ আলী ব্যাবসায়িক কাজে দিনাজপুরে অবস্থান করছিলেন। গতকাল তার চাচা করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান। তিনি চাচা’র মৃত্যু সংবাদ পাওয়ার পর খুলনা ফিরছিলেন। মৃত্যুকালে তিনি আড়াই বছর ও সাত বছরের দুই পুত্র, স্ত্রী সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। বাদ এশা শেরে বাংলানগর ঈদ গাঁয় তার জানাযা অনুষ্ঠিত হবে। বসুপাড়া কবর স্থানে দাফন সম্পন্নহবে। মরহুমের ছোট ভাই শেখ সোহেল আহমেদ তার ভাইয়ের আত্মার শান্তি কামনায় সকলের নিকট দোয়া চেয়েছেন। এবং তার ভাইয়ের কোন কাজে কেউ কখনও কষ্ট পেলে তিনি তার ভাইয়ের পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করেছেন সকলের নিকট।