বুধবার (২২ এপ্রিল) ভাঙ্গন এলাকায় বিকল্প ওয়াপদা ভেড়িবাঁধের উদ্বোধন করেন খুলনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী পলাশ কুমার ব্যানার্জী।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, দেলুটি ইউপি চেয়ারম্যান রিপন কুমার মন্ডল, ইউপি সদস্য আশীষ কুমার হালদার, চঞ্চলা রানী মন্ডল, ক্ষতিগ্রস্থ সংশিষ্ট জমির মালিক পরিতোষ হালদারসহ এলাকাবাসী।

খুলনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী পলাশ কুমার ব্যানার্জী জানান, আগামীকাল শুক্রবার হতে বিকল্প ওয়াপদা ভেড়িবাঁধের কাজ শুরু হবে। এর ফলে এলাকার কালিনগরে ওয়াপদা ভেড়িবাঁধ ভাঙ্গন এর আর ভয় থাকবে না।

দেলুটি ইউপি চেয়ারম্যান রিপন কুমার মন্ডল জানান, বিকল্প ওয়াপদার ভেড়িবাঁধ কাজের উদ্বোধন হওয়ায় এলাকায় খুশির আমেজ বইছে।

এবিষয়ে সংশিষ্ট এমপি, খুলনা জেলা প্রশাসক ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের প্রতি এলাকাবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা জানিয়েছেন ইউপি চেয়ারম্যান।