খুলনা: খুলনায় রূপালী ব্যাংকের দৌলতপুর শাখায় জেনারেটর বিস্ফোরণে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। বুধবার দুপুর পৌনে ২টার দিকে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট আধঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন নিয়ন্ত্রণের আনার কাজে যোগ দিয়ে একজন নিরাপত্তা প্রহরী দগ্ধ হওয়ার খবর জানা গেছে। ব্যাংকের জিএম বিলকিস বানু জানান, জেনারেটর বিস্ফোরণে এ অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। আগুন নেভাতে গিয়ে নিরাপত্তা প্রহরী হাসিব মোল্লা দগ্ধ হন। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে অগ্নিকান্ডে ক্ষয়-ক্ষতির পরিমাণ জানা যায়নি। খুলনার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স উপ-পরিচালক মো. আবুল হোসেন বলেন, ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে এনেছে। অগ্নিকান্ডের ঘটনায় আটকাপড়া ব্যাংক কর্মকর্তা ও গ্রাহকদের নিরাপদে উদ্ধার করা হয়েছে। এদিকে জেনারেটরে তেল না থাকায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে ওই সময় উপস্থিত থাকা ব্যাংকের গ্রাহকরা অভিযোগ করেছেন।