খুলনায় র‌্যাবের অভিযানে তিন ইয়াবা ব্যবসায়ী আটক

প্রকাশঃ ২০১৮-০১-২৯ - ০০:৩০

খুলনা প্রতিনিধিঃ খুলনা নগরীতে অভিযান চালিয়ে ৫৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৬। আটকরা হলেন বটিয়াঘাটার দেবিতলা এলাকার কিরণ চন্দ্র বিশ্বাসের ছেলে সমীরণ বিশ্বাস (৩৫), দিঘলিয়ার সেনহাটির পালপাড়া এলাকার ইউনুস মোল্লার ছেলে মামুন মোল্লা (২৪) ও দৌলতপুরের পাবলা শাহাপাড়া এলাকার মৃত দেলওয়ার হোসেনের ছেলে মশিউর রহমান (৩৮)। রবিবার দুপুরে তাদের আটক করা হয়।
র‌্যাব-৬ সূত্র জানায়, র‌্যাবের স্কোয়াড কমান্ডার মো: নুরুজ্জামান ও সিপিসি স্পেশাল মো: আমিনুল কবির তরফদার এর নেতৃত্বে একটি আভিযানিক চৌকস দল দৌলতপুরের নতুন রাস্তা থেকে সোনাডাঙ্গা সড়কের কবির বটতলা মোড়ে জনৈক জাকির হোসেন এর স মিল এর সামনে অভিযান চালিয়ে ৫৪০ পিস ইয়াবাসহ তাদের আটক করে। আসামীরা দীর্ঘদিন ধরে নগরীতে মাদক ব্যবসা পরিচালনা করছে বলে র‌্যাব সূত্র জানায়। এ বিষযে আসামীদের বিরুদ্ধে দৌলতপুর থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হযেছে।