খুলনা : জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্র্যালয় এর গোয়েন্দা বিভাগের অভিযানে অভিনব কায়দায় শরীরের মধ্যে ফেনসিডিল বেধে পাচারকালে দুই মহিলা ফেনসিডিল ব্যবসায়ীকে আটক করা হয়েছে। বুধবার (২৭ ডিসেম্বর) দুপুর সাড়ে ৩টার দিকে নগরীর জেলা মাদকদ্রব্য অফিসের সামনে থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হচ্ছেন ফেনসিডিল ব্যবসায়ী তানিয়া ইসলাম (২৫) ও শাহানারা (৩৫)। তারা দুইজনে সম্পর্কে আপন খালা ভাগ্নী হয়।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন কার্যালয় সূত্র মতে, সংস্থার উপ-পরিচালক মোঃ রাশেদুজ্জামানের তত্ত্বাবধায়নে গোয়েন্দা বিভাগের পরিদর্শক পানভীন আক্তার এর নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে নগরীর রূপসা ট্রাফিক মোড় জেলা মাদকদ্রব্য সন্নিকটে বিআরটিসি সামনে অভিযান পরিচালনা করেন। এ সময় মো: শুভ এর স্ত্রী তানিয়া ইসলাম ও শুকুর আলীর স্ত্রী শাহানারা শরীরে রাবারের সাহায্যে ১৩০ বোতল ফেনসিডিল বাধা অবস্থায় পাওয়া যায়। প্রাথমিক জিজ্ঞাসাবা বাদে তারা জানায়, যশোর থেকে ফেনসিডিল এনে তারা বরিশাল ঝালকাঠি উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন। গ্রেফতারকৃতরা যশোর জেলার শার্শা থানাধীন লাউতারা গ্রামের বাসিন্দা।