ঢাকা অফিস : চার দফা দাবিতে দেশের সব মেডিক্যাল কলেজ হাসপাতালের নার্সরা কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি পালন করছেন। তাদের দাবিগুলো হচ্ছে- নতুন কারিকুলাম পর্যালোচনা করা, তার আগ পর্যন্ত পুরাতন কারিকুলাম বহাল রাখা, নার্সিংকে স্বতন্ত্র পেশাগত ক্যাডার চালু, ভাতা বাড়ানো এবং সকল নার্সিং কলেজকে পূর্ণাঙ্গ কলেজে উন্নীত করা। অবিলম্বে দাবি না মানলে আরো কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন তারা।