জাতীয় দ্বীনি মাদরাসা শিক্ষা বোর্ডের ৮ম কেন্দ্রীয় পরীক্ষায় মাইমুনা জান্নাতীর সাফল্য

প্রকাশঃ ২০২৪-০৫-১৬ - ১৭:২৭
ইউনিক ডেস্ক : বেফাকুল মাদারিসিদ্দীনিয়্যা বাংলাদেশ তথা জাতীয় দ্বীনি মাদরাসা শিক্ষা বোর্ড বাংলাদেশ-এর ৮ম কেন্দ্রীয় পরীক্ষা-১৪৪৫হি./২০২৪ ঈ. এর ফলাফলের ভিত্তিতে সর্বশেষ প্রকাশিত চূড়ান্ত মেধাতালিকায় ইবতেদাইয়্যাহ শাখায় সারা দেশের মধ্যে ষষ্ঠ স্থান অর্জন করেছে খুলনা শেখপাড়ার আল জামিয়াতুল আরাবিয়্যাহ খাদিজাতুল কুবরা মহিলা মাদ্রাসার ছাত্রী, দৈনিক দেশ সংযোগ পত্রিকার বিশেষ প্রতিবেদক মাওঃ মুহাঃফজলুর রহমান এর ভাগ্নী হাফেজা মাইমুনা জান্নাতী। সে জাতীয় দ্বীনি  মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত ৮ম কেন্দ্রীয় পরীক্ষায় অংশগ্রহণ করে ইবতেদাইয়্যাহ শাখায় ৯৪.৭১গড় নাম্বার পেয়ে মেধাতালিকায় সারা দেশের মধ্যে ষষ্ঠ স্থান অর্জন করেছে।তার পিতা বিশিষ্ট আলেমে দ্বীন, খুলনা পাওয়ার হাউজ জামে মসজিদের ইমাম ও খতিব,কৈয়া বাজার আশরাফুল উলুম কওমী মাদ্রাসার মুহতামিম মাওলানা মুফতি আব্দুল্লাহ আল মাসউদ। মাইমুনা জান্নাতী বর্তমানে খুলনা শেখপাড়ার আল জামিয়াতুল আরাবিয়্যাহ খাদিজাতুল কুবরা মহিলা মাদ্রাসার মিঝান জামায়াতে অধ্যায়নরত। ভবিষ্যতে সে একজন আদর্শ,যোগ্য আলেমা হতে চাই এজন্য সকলের নিকট দোয়া প্রার্থনা করেছে।জাতীয় দ্বীনি মাদরাসা শিক্ষা বোর্ড সূত্রে জানা যায়, ৮ম কেন্দ্রীয় পরীক্ষায় মোট পরীক্ষার্থী সংখ্যা ছিল ৬৪৮৭ জন।