ডুমুরিয়ার বর্ষিয়ান আ’লীগ নেতা হাদী’র দাফন সম্পন্ন

প্রকাশঃ ২০১৭-১১-২৭ - ১৬:৪১

শোকাহত সর্বস্তরের মানুষ

ডুমুরিয়া (খুলনা) : হাজার হাজার মানুষের ভালবাসা আর শেষ শ্রদ্ধা নিবেদন’র মধ্যে দিয়ে বর্ষিয়ান আওয়ামী লীগ নেতা গাজী আব্দুল হাদী’র দাফন সম্পন্ন হয়েছে। সোমবার বাদ আছর শেষে ডুমুরিয়া উপজেলার শাহ্পুর গ্রামস্থ পারিবারিক কবর স্থানে তাঁর দাফন করা হয়।

দলীয় ও পারিবারিক সুত্র জানায়, ডুমুরিয়া উপজেলা পরিষদ’র সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক গাজী আব্দুল হাদী গত রোববার রাত সাড়ে ৮টায় চিকিৎসাধীন অবস্থায় ঢাকার স্কায়ার হাসপাতালে মারা যান। তিনি শুক্রবার অসুস্থ্য হওয়ার পর প্রথমে তাকে খুলনা ফরটিস স্কট হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাঁর অবস্থার অবনতি দেখে শনিবার বিকেলে হেলিকাপ্টার যোগে ঢাকার স্কায়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে ২৪ ঘন্টার মধ্যে তাঁর অবস্থার কোন উন্নতি না দেখে রোববার রাতে সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতি চলছিল। এরই মধ্যে তিনি রাত সাড়ে ৮টার দিকে মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২পুত্র ও এক কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে যান। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টায় খুলনা শহীদ হাদিস পার্কে মরহুমের প্রথম জানাযা ও ডুমুরিয়া উপজেলা পরিষদ জামে মসজিদে দ্বিতীয় জানাযা ও বাদ আছর শেষে শাহ্পুর বাজারস্থ মসজিদে সর্বশেষ জানাযার পর পারিবারিক কবর স্থানে তাঁর দাফন সম্পন্ন হয়। বর্ষিয়ান এ নেতা ছাত্র জীবন থেকেই বাংলাদেশ আওয়ামী লীগ সংগঠনের সাথে সম্পৃক্ত ছিলেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র আদর্শ ও নীতিতে তিনি ছিলেন অটল। গরীব ও মেহনতি মানুষের কাছে পরম বন্ধু হিসেবে পরিচিতি ছিল  তাঁর। তিনি কয়েক বার রঘুনাথপুর ইউপি চেয়ারম্যান ও একবার ডুমুরিয়া উপজেলা পরিষদ’র চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। এছাড়া সাংগঠনিক ভাবে তিনি খুলনা জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদকের দায়িত্ব পালন করেন। তাঁর এই মৃত্যু’কে দলীয় নেতাকর্মীসহ কোন মানুষই মেনে নিতে পারছে না। তাই প্রিয় নেতা শেষ শ্রদ্ধা আর ভালবাসা জানাতে গতকাল ডুমুরিয়া উপজেলা পরিষদে ছিল মানুষের ঢল। উপজেলা আওয়ামী লীগ, উপজেলা প্রশাসন ও  বিএনপিসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ মরহুমের জানাযায় অংশ গ্রহন করেন। জানাযা শেষে তাঁর কফিনে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানান দলীয় নেতাকর্মীরা। এ সময় প্রিয় নেতাকে হারিয়ে অনেকেই কান্নায় ভেঙ্গে পড়েন। পরে বিকেলে তাঁর সর্বশেষ জানাযা শেষে পারিবারিক কবর স্থানে মরহুমের দাফন সম্পন্ন হয়। তাঁর মৃত্যুতে খুলনা জেলা ও ডুমুরিয়া উপজেলার আওয়ামী রাজনীতিতে অপূরনীয় ক্ষতি হয়েছে।