ডুমুরিয়া প্রতিনিধি : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জম্মশত বার্ষিকীতে দেশব্যাপি সবুজ বেস্টুনি গড়তে শুরু হয়েছে বৃক্ষ রোপন কর্মসুচী। আর এই লক্ষ্য বাস্তবায়নে বুধবার সকালে ডুমুরিয়া উপজেলা দারিদ্র বিমোচন ফাউন্ডেশনের উদ্যোগে সুফল ভোগীদের মাঝে বিতরণ করা হয়েছে ফলদ চারা। সিনিয়র উপজেলা দারিদ্র বিমোচন কর্মকর্তা প্রতাপ চন্দ্র দাসের পরিচালনায় বিতরণ অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন ডুমুরিয় উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শাহনাজ বেগম, উপজেলা প্রকৌশলী বিদ্যুৎ কুমার দাস, কৃষি অফিসার মোছাদ্দেক হোসেন, সমবায় অফিসার সেলিম আখতার ও যুব উন্নয়ন কর্মকর্তা এস এম কামরুজ্জামান প্রমুখ। অনুষ্টানে দুই’শ জন সুফল ভোগীর মাঝে তিনটি করে ফলদ গাছের চারা বিতরণ করা হয়।