ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি : ডুমুরিয়া থানা পুলিশ রোববার দুপুরে উপজেলার ঘোনা-মাদারডাঙ্গা এলাকা থেকে এক ঘের ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে।
ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম বিপ্লব জানান, উপজেলার রংপুর ইউনিয়নের ঘোনা মাদারডাঙ্গা বিলে একটি মৎস্য ঘেরের পানি থেকে ছগির হাওলদার সেলিম (৩৫) নামের এক ঘের ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়েছে। সে দাকোপ উপজেলার হাবির হাওলদারের ছেলে। নিহত সেলিম ৭/৮ বছর ধরে ওই এলাকায় হারিতে জমি নিয়ে ঘের ব্যবসা করে আসছিল। রোববার সকালে স্থানীয়রা পানির মধ্যে তার লাশ দেখে পুলিশে খবর দেয়। পরে ঘটনাস্থলে গিয়ে লাশের সুরোতহাল রির্পোট শেষে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। আমরা দাকোপে তার স্বজনদের অবিহিত করেছি এবং তার মৃত্যুর ঘটনা নিয়ে তদন্ত অব্যাহত রেখেছি।