ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি : খুলনা-সাতক্ষীরা সড়কের ডুমুরিয়ার খর্ণিয়া ব্রীজের ওপর সোমবার বিকেলে ট্রাক চাপায় অজ্ঞাত পরিচয়ের এক বৃদ্ধ মারা গেছে।
প্রত্যক্ষদর্শী ও ডুমুরিয়া উপজেলা ফায়ার সার্ভিস ষ্টেশন সুত্রে জানা গেছে, সোমবার বিকেলে উপজেলার খর্ণিয়া ব্রীজের ওপরে অজ্ঞাত পরিচয়ের এক বৃদ্ধ মারা গেছে। তার পাশে থাকা কীটনাশক জাতীয় কিছু মালামাল উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ। ডুমুরিয়া উপজেলা ফায়ার সার্ভিস ষ্টেশন কর্মকর্তা যুগল বিশ্বাস জানান, শোয়া ৫টার দিকে জানতে পারি খর্ণিয়া ব্রীজের ওপর খন্ড-বিখন্ড অবস্থায় এক পথচারীর মরদেহ পড়ে আছে। ঘটনাস্থলে গিয়ে দেখি ৬০ থেকে ৭০ বছর বয়সী এক বৃদ্ধের মরদেহ যা তিন ভাগে বিভক্ত হয়ে পড়ে আছে। জানতে পারি দ্রুত গতির একটি ট্রাকে তাকে চাপা দিয়ে পালিয়ে গেছে।
খর্ণিয়া হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোঃ রেজাউল করিম জানান, লাশ দেখে চেনার কোন উপায় নেই। ফলে তার সঠিক পরিচয় পাচ্ছি না। তবে সুরোতহাল রির্পোটে দেখা গেছে, তার পরনে ছিল লুঙ্গি ও গায়ে ছিল পাঞ্জবি। আমার তার পরিচয় জানার চেষ্টা করছি এবং একই সাথে লাশ মর্গে প্রেরণের প্রক্রিয়া চলছে।