সুজিত মল্লিক, ডুমুরিয়া : ডুমুরিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে এক সহকারি অফিসারের হঠাৎ যোগদান এবং বদলির ঘটনা নিয়ে শুরু হয়েছে নানা কৌতুহল। কি করে সম্ভব? এই প্রশ্ন নিয়েই চলছে গুঞ্জন।
জানা গেছে, রোববার সকালে ডুমুরিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে সহকারি অফিসার হিসেবে যোগদান করেছেন নিয়ান্তা ঢালী। তিনি পিরোজপুর জেলার নেছারাবাদে কর্মরত ছিলেন এবং সরকারি নির্দেশমতে তাকে এ অফিসের সহকারি শিক্ষা অফিসার শেখ ফারুক হোসেনের পদে স্থানাভুক্ত করা হয়েছে। একই সাথে অপর এক নির্দেশপত্রে সহকারি শিক্ষা অফিসার শেখ ফারুক হোসেনকে ১২ আগস্টের মধ্যে নেছারাবাদ কার্যালয়ে যেতে বলা হয়েছে।
তবে পিরোজপুর থেকে খুলনা, যাকে বলা হয় বিভাগীয় বদলি। আর এই বদলি নিয়েই উপজেলার বিভিন্ন দপ্তরে চলছে গুঞ্জন। কি করে সম্ভব? এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে সর্বত্রই।
এ প্রসঙ্গে ওই অফিসের নাম প্রকাশে অনিচ্চুক এক কর্মকর্তা জানান, এটা কঠিন তদবিরে ছাড়া সম্ভব হয় না। একদিকে উচ্চ পদস্থ কর্মকর্তার আত্নীয় হতে হবে নয়তো দরকার হয় মোটা অংকের লেনদেনের। এ ছাড়া এ ধরনের বদলি সম্ভব নয়।
এ বিষয়ে সদ্য যোগদানকারি সহকারি শিক্ষা অফিসার নিয়ান্তা ঢালী জানান, আমার বাবার বাড়িটা হল বরিশালে আর স্বামীর বাড়ি নড়াইলে। স্বামী সিদ্ধার্থ শংকর মন্ডল অগ্রনী ব্যাংক বাগেরহাট শাখায় চাকরি করেন এবং আমাদের বাসা খুলনায়। তাই নিজেদের সুবিধার্থে আমি বদিলির সিন্ধান্ত নিয়ে গত ফেব্রুয়ারি মাসে আবেদন করি। ৫ আগস্ট এক নির্দেশপত্রের মাধ্যমে জানতে পারি খুলনার ডুমুরিয়ায় আমাকে বদলি করা হয়েছে। আর ওই পত্র পেয়ে ৯ আগস্ট রোববার সকালে ডুমুরিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে যোগদান করেছি।
বিষয়টি নিয়ে বদলির শিকার সহকারি শিক্ষা অফিসার শেখ ফারুক হোসেন জানান, রোববার সকালে অফিসে গিয়ে দেখি আমার স্থানে সহকারি অফিসার হিসেবে নিয়ান্তা ঢালী যোগদান করেছেন আর আমাকে পিরোজপুরের নেছারাবাদে যেতে বলা হয়েছে। হঠাৎ করেই এই বদলি, তাও আবার অনেক দুরে। এরই মধ্যে আমার শ্বশুর মারা গিয়েছেন। বদলিটা যদি খুলনার মধ্যে বা আশপাশে মধ্যে হত, তাহলে ঝামেলার শিকার হতাম না। কিংবা নির্দেশের আগে জানতে পারলেও যাওয়ার প্রস্তুতি নিতে পারতাম। হঠাৎ করেই এই বদলিতে আমি খুব সমস্যায় পড়েছি।
ডুমুরিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জিএম আলমগীর কবির জানান, এটা ডিপার্টমেন্টের ব্যাপার। সরকারি চাকুরিতে এটা সবার বেলায় হতে পারে। এখানে মন্তব্য করার কোন সুযোগ নেই।