ডুমুরিয়া প্রতিনিধি : ডুমুরিয়া উপজেলার ৮নং শরাফপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে সম্ভব্য প্রার্থী হিসেবে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মিজানুর রহমান ঈদ সামগ্রী বিতরণ ও শুভেচ্ছা বিনিময় করেন। কর্মসুচীর অংশ হিসেবে তিনি বৃহস্পতিবার বেলা ১১টায় ইউনিয়নের ঝালতলা এলাকায় যান এবং সেখানে উপস্থিতিদের মাঝে প্রথমেই মাস্ক প্রদান করেন। এরপর ঈদ শুভেচ্ছা বিনিময় শেষে তাদের হাতে ঈদ সামগ্রী হিসেবে প্যাকেটকৃত সিমাই, চিনি, ডাল, গুড়া দুধ, সাবান বিতরণ করেন। পরে তিনি ইউনিয়নের চাঁদগড় বটতলা মোড় ও তৈয়েবপুর এলাকায় গিয়েও অনুরুপ ভাবে মাস্ক ও ঈদ সামগ্রী প্রদান করেন। এ সময় তার সঙ্গে ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রেজাউল গোলদার, যুবলীগ নেতা দেলোয়ার হোসেন, ইউপি সদস্য তৈয়েবুর রহমান ও ইউপি সদস্য কামরুল ইসলাম।
এ বিষয়ে মিজানুর রহমান জানান, এলাকার উন্নয়ন ও সাধারণ মানুষের অধিকারের কথা ভেবে আমি এই ইউনিয়ন বাসীর সাথে থেকে কাজ করতে চাই।