ডুমুরিয়ায় যথাযথ মর্যাদায় ভাষা শহীদ দিবস ও আন্তর্জাতিক পালিত

প্রকাশঃ ২০১৮-০২-২২ - ২১:৩৮

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি : ডুমুরিয়ায় যথাযথ মর্যাদায় মহান ভাষা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে ভাষা শহীদদের প্রতি বিন¤্র শ্রদ্ধা জানাতে ডুমুরিয়া কলেজ স্মৃতিসৌধে মৎস্যা ও প্রাণী সম্পদ মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ (এমপি) পুস্প মাল্য অর্পন করেন। এ সময় তারা কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে ভাষা আন্দোলনের শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান। এর পর উপজেলা প্রশাসন, থানা পুলিশ প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদ পুস্প মাল্য অর্পন করেন। সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রভাত ফেরী শেষে শহীদ জোবায়েদ আলী মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ আশেক হাসানের সভাপত্বি অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন মৎস্য ও প্রানী সম্পদ মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ (এমপি) বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়াম্যান খান আলী মুনুসর, উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মাদ নাজমুল হাসান খান, থানা অফিসার ইনচার্জ মো: হাবিল হোসেন প্রমুখ। এছাড়া উপজেলা আওয়ামীলীগ, বিএনপি, জাতীয় পার্টি, সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন পেশাজীবি সংগঠন ছাড়াও, বঙ্গবন্ধু পরিষদ, স্কুল-কলেজ, বিভিন্ন শ্রমিক সংগঠন সমূহ ও ব্যবসা-প্রতিষ্ঠান, সাংস্কৃতি সংগঠন, ভাষা শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে পু®পমাল্য অর্পন করেন। রাত ১২টায় শহীদ মিনারে মানুষের যে ঢল নামে তা অব্যাহত থাকে সকাল পর্যন্ত।এ ছাড়াও অন্যান্য কর্মসূচীর মধ্য ছিল সূর্যোদয়ের সাথে সাথে শহীদ মিনার থেকে প্রভাত ফেরি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।  সকল সরকারী-বেসরকারী-অফিস-আদালত, ব্যবসা-প্রতিষ্ঠান, বাসা-বাড়ী, সকল শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন, শিশু-কিশোরদের চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিকেলে দিবসটির গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা স্থানীয় শহীদ মিনার চত্ত্বরে অনুষ্ঠিত হয়।