ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি : ডুমুরিয়া উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক এ্যাড. আশরাফুল আলম রাজু’র ছোট ছেলে মাহিম (১২) স্টোক জনিত রোগে আক্রান্ত হয়ে মারা গেছে। মঙ্গলবার ভোর সাড়ে চারটায় নানাবাড়ি যশোরের চাঁচড়ায় তার মৃত্যু হয়।
পারিবারিক সুত্রে জানা গেছে, যুবলীগ নেতা এ্যাড. আশরাফুল আলম রাজু’র দুই সন্তানসহ তার স্ত্রী চাঁচড়ায় বাপের বাড়িতে বেড়াতে যান। মঙ্গলবার ভোরে ছোট ছেলে মাহিম শারিরিক ভাবে অসুস্থ্য বোধ করে এবং কিছুক্ষণ পরে মারা যায়। এরপর বেলা সাড়ে ১১টার দিকে মাহিমের লাশ ডুমুরিয়া উপজেলার রুদাঘরা ইউনিয়নের মধুগ্রাম গ্রামে আনা হয়। পরে স্থানীয় নিমতলা মাঠে তার নামাজের জানাযা শেষে পারিবারিক কবর স্থানে দাফন সম্পন্ন হয়। এদিকে মাহিমের মৃত্যু’র খবর শুনে তাকে শেষ বারের মত দেখতে ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাতে ছুটে যান জেলা আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান জামাল, অধ্যক্ষ এবিএম শফিকুল ইসলাম, ডুমুরিয়া উপজেলা চেয়ারম্যান গাজী এজাজ আহমেদ, রুদাঘরার চেয়ারম্যান মোস্তফা কামাল খোকন, জেলা পরিষদ সদস্য সরদার আবু সালেহ, গাজী তৌহিদ, যুবলীগের গোবিন্দ ঘোষ, শেখ ইকবাল হোসেন প্রমুখ।