ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি : ৭ই নভেম্বর ৪৯তম জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষ্যে ডুমুরিয়া উপজেলা সমবায় কার্যালয়ের উদ্যোগে প্রস্তুতিমুলক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা সমবায় কর্মকর্তা এফএম সেলিম আখতারের কার্যালয়ে এবং তার সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বক্তৃতা করেন সমবায়ী এস এম মুস্তাইন বিল্লাহ, প্রফেসর অভিজিৎ রায়, এস এম সাদিউজ্জামান, কৃষ্ণপদ জোয়ার্দ্দার, রমেশ চন্দ্র মন্ডল, পরেশ চন্দ্র মন্ডল, চিম্ময় সানা, জয়ন্ত কুমার মন্ডল, অভিজিৎ মিস্ত্রি, সহকারি পরির্দশক প্রশান্ত কুমার সরকার ও সিরাজুল ইসলাম, চাঁন মিয়া, দিবাকর রায়, শাহিনুর রহমান, দিপক কুমার দাশ প্রমুখ। সভায় বক্তারা দিবসটি যথাযথ ভাবে স্বাস্থ্যবিধি মেনে পালনের সিন্ধান্ত গ্রহন করেন এবং কর্মসুচীর মধ্যে রয়েছে পতাকা উত্তোলন, বেলুন ও কবুতর উড়িয়ে শুভ উদ্বোধনী অনুষ্ঠান, সমবায়ী সমাবেশ ও ক্রেস্ট প্রদান।