ডুমুরিয়ায় সুজা’র বার্ষিকী পালিত

প্রকাশঃ ২০২০-০৭-২৭ - ১৯:০৪

ডুমুরিয়া প্রতিনিধি : খুলনা জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক হুইপ এস এম মোস্তফা রশিদী সুজা’র ২য় মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে ডুমুরিয়া উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত মাহফিলে দোয়া ও মোনাজাত পরিচালনায় ছিলেন মাওলানা আব্দুর রাজ্জাক বিশ্বাস। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ নেতা সাবেক অধ্যক্ষ এবিএম শফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহনেওয়াজ হোসেন জোয়ার্দার, উপজেলা আওয়ামী লীগ নেতা ও রুদাঘরা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোস্তফা কামাল খোকন, উপজেলা আওয়ামী লীগ নেতা আবু সাঈদ সরদার, শেখ হেফজুর রহমান, শেখ নাজিবুর রহমান নাজু, গোপাল চন্দ্র দে, প্রভাষক জি এম ফারুক হোসেন, গাজী তৌহিদুজ্জামান, জেলা পরিষদ সদস্য শোভা রানী হালদার, হাসনা হেনা, মোল্যা সোহেল রানা, আছফর হোসেন জোয়ার্দার, মাসুদ রানা নান্টু, শেখ আছাদুজ্জামান, যুবলীগের প্রভাষক গোবিন্দ ঘোষ, শেখ ইকবাল হোসেন, বাবুল সরদার, রবিউল ইসলাম আন্টু, শিমু আক্তার, কাজী মেহেদী হাসান রাজা, জিল্লুর রহমান আকুঞ্জি, রাজিউল বারি সৈকত, শেখ আছাদুজ্জামান মিন্টু, সুমন সরদার, আমীর সোহেল, ছাত্রলীগের আবুল বাশার খান, শেখ মাসুদ রানা ও রবিউল ইসলাম প্রমুখ।