ডুমুরিয়ায় ৫ মদ্যপ’র জরিমানা ৫ হাজার টাকা

প্রকাশঃ ২০১৭-১২-০৫ - ১৭:১২

ডুমুরিয়া (খুলনা) : ডুমুরিয়ায় পাঁচ মদ্যপ’র নিকট থেকে জরিমানা হিসেবে ৫ হাজার টাকা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার দুপুরে ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এ রায় ঘোষণা করেন।
থানা পুলিশ ও আদালত সুত্রে জানা গেছে, যশোরের কেশবপুর উপজেলার আলতাপোল গ্রামের মৃত দুলাল চন্দ্র সেনের ছেলে সঞ্জয় কুমার সেন (৩৭), একই গ্রামের মৃত অতুল কৃষ্ণ ঘোষের ছেলে বাবলু চন্দ্র ঘোষ (৩৫), মধ্যকুল গ্রামের আমজাদ বিশ্বাসের ছেলে রুবেল বিশ্বাস (২৮), একই গ্রামের আব্দুল মজিদের ছেলে নাসির উদ্দিন (২৮), বালিয়াডাঙ্গা গ্রামের মৃত জসিম উদ্দিন গাজীর ছেলে শহিদুল ইসলাম গাজী (৩২) সোমবার দিবাগত ৩টার দিকে পাইকগাছা এলাকায় একটি বিবাহ অনুষ্ঠান সেরে মাইক্রোবাস যোগে বাড়ি ফিরছিল। মাইক্রোবাসটি চুকনগর বাসষ্ট্যান্ড চত্ত্বরে এলে ডিউটিরত পুলিশ দল ওই গাড়ী তল্লাশি ও যাত্রীদের জিজ্ঞাসাবাদ করে। তখন অতিরিক্ত মদ পানের কারণে কেউ নাম ঠিকানা সঠিক ভাবে বলতে না পারায় পুলিশ তাদের’কে আটক করে এবং দুপুরে ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ আশেক হাসান’র আদালতে সোপর্দ করে। বিজ্ঞ আদালত ১৯৯০ সালের মাদক দ্রব্য আইন ২২’র (ঘ) ধারায় অভিযুক্ত প্রত্যেক আসামী’কে এক হাজার করে মোট ৫ হাজার টাকা জরিমানা আদায় করেন। আদালত পরিচালনায় সহযোগিতা করেন ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ হাবিল হোসেন, এস আই নুরুল আমিন ও এএসআই অসিম কুমার রায়।