তাপস কুমার বিশ্বাস, ফুলতলা অফিসঃ মিলিটারী কলেজিয়েট স্কুল (এমসিএসকে) এর অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল এ টি এম আনিসুজ্জামান বিপি, এসডিসি, পিএসসি বলেছেন, ডেঙ্গ জ্বরের বাহক এডিস মশা এদেশে আগেও ছিল। যদিও বর্তমানে এটির প্রকোপ অনেক বেড়ে গেছে। আতঙ্কিত নয়, বরং সামাজিকভাবে সচেতনার মাধ্যমে এডিস মশার প্রজননের ও বংশ বৃদ্ধির পরিবেশ নির্মূল করতে পারলেই ডেঙ্গু জ্বর রোধ সম্ভব।
সোমবার দুপুরে খুলনার ফুলতলাস্থ মিলিটারী কলেজিয়েট স্কুল বঙ্গবন্ধু কমপেক্সে অনুষ্ঠিত ডেঙ্গু সচেতনতা ও প্রতিরোধ বিষয়ক নাটিকা ও আলোচনা সভায় সভাপতির বক্তৃতায় তিনি এ কথা বলেন। এ সময় অন্যান্যের মধ্যেদৈনিক যুগান্তরের খুলনা ব্যুরো চীপ মোঃ কামাল হোসেন, দৈনিক ইত্তেফাক খুলনা ব্যুরো চীপ মোঃ এনামুল হক, প্রেসক্লাব সভাপতি তাপস কুমার বিশ্বাস, উপজেলা প্রেসক্লাব সভাপতি শামসুল আলম খোকন, সাংবাদিক শেখ মনিরুজ্জামান, মোঃ নেছার উদ্দিন, মোঃ কামরুজ্জামানসহ প্রতিষ্ঠানের শিক্ষক, বয়েজ ক্যাডেট এবং গালর্স ক্যাডেটবৃন্দ উপস্থিত ছিলেন। পরে সচেতনামুলক এক বর্ণাঢ্য র্যালী কলেজ ক্যাম্পাসসহ পার্শ্ববর্তী এলাকা পরিদর্শন করে।
সভাপতির বক্তৃতায় অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল এ টি এম আনিসুজ্জামান সচেতনামুলক এ সভায় আরও বলেন, এডিস মশার বংশ নির্মূল করতে বাড়ির আশ পাশের ঝোপ ঝাড় জঙ্গল জলাশয় পরিস্কার ফুলদানি, পরিত্যাক্ত কৌটা, ডাবের খোলা ও টায়ার সরিয়ে ফেলতে হবে। ফ্রিজ ও ইয়ারকন্ডিশনের নিচেয় পানি জমতে দেয়া যাবে না। এডিস মশা সাধারণত সকালে ও সন্ধ্যায় কামড়ায়, তাই শরীর প্রটেকশনে রাখতে হবে। মশারী বা কয়েল জ্বালিয়ে ঘুমাতে হবে। বাচ্চাদের ফুল প্যান্ট ও সু পরিয়ে স্কুলে পাঠাতে হবে। ডেঙ্গু আক্রান্ত রোগীকে অবশ্যই মশারীর ভিতরে রাখতে হবে। মনে রাখতে হবে শুধু নিজে ভালো থাকলে চলবে না, সমাজের সবাইকে নিয়ে ভাল থাকতে হবে।