তেরখাদা ইউএনও’র অপসারণ দাবি সাংবাদিকদের : অন্যথায় আন্দোলন

প্রকাশঃ ২০১৮-০২-১৬ - ২১:১৬

খুলনা : খুলনার তেরখাদা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ লিটন আলীর ফোনে অশ্লীল ভাষা ব্যবহার করেন উপজেলার বিআরবি আজগড়া মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি, খুলনা সাংবাদিক ইউনিয়নের সিনিয়র সহসভাপতি ও খুলনা প্রেসক্লাবের সাধরণ সম্পাদক সিনিয়র সাংবাদিক মল্লিক সুধাংশুর সাথে উপজেলা নির্বাহী কর্মকতার ফোনালাপ স্কুল কমিটির সভাপতির প্রতি তুচ্ছ তাচ্ছিল্ল, অর্ডার করা, মানহানিকর ও হুমকি দেয়ার সামিল।এ ঘটনায় কেইউজে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছে।

খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে)’র সভাপতি এস এম জাহিদ হোসেন ও সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম এক যুক্ত বিবৃতিতে বলেন, একজন সাংবাদিকের সাথে কি ভাবে আচারণ করতে হবে তা ওই ইউএনও ভুলে গেছেনে। তিনি শুধু মল্লিক সুধাংশুর সাথে নয় গোটা সাংবাদিক সমাজের সাথে এ  ঔদাত্বপূর্ণ আচারণ করছেন বলে আমরা মনে করি। আমারও এও মনে করি সরকারের সাথে সাংবদিক সমাজের দূরত্ব সৃষ্টি করার জন্য প্রশাসনে ঘাপটি মেরে থাকা কিছু ব্যক্তি এ ধরনের আচরণ করছেন। আমরা অবিলম্বে ইউএওর প্রত্যাহার দাবি করছি নতুবা সাংবাদিকরা সরকারী সংবাদ বর্জনসহ রাজপথে আন্দোলনের কর্মসূচি দিতে বাধ্য হবে।

এছাড়া অবিলম্বে ইউএনও লিটনের বিরুদ্ধে দৃষ্টান্তমুলক ব্যবস্থা এবং প্রশাসক কর্তৃক তাকে জনগনের প্রতি শুদ্ধাচার শেখানোর দাবি জানিয়েছেন খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটি। বিবৃতিদারা হলেন সংগঠনের সভাপতি মাহাবুব আলম সোহাগ, সুনীল দাস, সাধারণ সম্পাদক রকিব উদ্দিন পান্নু, যুগ্ম সম্পাদক আমিরুল ইসলাম, কোষাধ্যক্ষ লিয়াকত হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মহেন সেন, নির্বাহী সদস্য এসএম হাবিব, মামুন রেজা, বাবুল আখতার, ড্যানিয়েল এস বোস প্রমুখ।