দাকোপ প্রতিনিধি : দাকোপ উপজেলা জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক ও খুলনা জেলা ছাত্র সমাজের সাবেক ছাত্রনেতা সাংবাদিক আজগর হোসেন ছাব্বির জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে আওয়ামীলীগে যোগদান করেছেন। বুধবার দুপুরে দাকোপ উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ¦ শেখ আবুল হোসেন ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান বিনয় কৃষ্ণ রায়কে ফুলের মালা পরিয়ে আওয়ামী লীগে যোগদান করেন। জানাযায়,আওয়ামী লীগে যোগদান কৃত আজগর হোসেন ছাব্বির তিনি তৎকালিন খুলনা মহানগর আওয়ামী লীগের নেতা মরহুম এস এম এ রবের প্রেস সচিবের দায়িত্বে নিয়োজিত ছিলেন। উল্লেখ্য আজগর হোসেন ছাব্বির তিনি দাকোপ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদকের দায়িত্ব পালনসহ বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে যুক্ত রয়েছেন। তার যোগদানের সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান শেখ আব্দুল কাদের, ইউপি চেয়ারম্যান পঞ্চানন মন্ডল,জেলা পরিষদ সদস্য কে এম কবীর হোসেন, সুতারখালী ইউপি চেয়ারম্যান মাসুম আলী ফকির,ইউপি চেয়ারম্যান সুদেব রায়,নব নির্বাচিত ইউপি চেয়ারম্যান মানস মুকুল রায়,চালনা পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র মেহেদী হাসান বুলবুল,ইউপি আ’লীগ সভাপতি স্বপন কুমার সরকার,অধ্যাপক সুপদ রায়, ইউপি আ’লীগ সাধারণ সম্পাদক জি এম জুলফিকার আলী জুলু,ক্ষিতি চন্দ্র রায়,চালনা পৌর আ’লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও দাকোপ প্রেসক্লাব সভাপতি মোঃ শিপন ভূঁইয়া,উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি জি এম রেজাসহ উপজেলা ও চালনা পৌরসভা আওয়ামী লীগ নেতৃবৃন্দসহ অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।