দাকোপে নিরীহ কৃষকের জমিতে জোর করে ধান রোপনের অভিযোগ

প্রকাশঃ ২০১৯-০৯-১৮ - ১৯:০৬

দাকোপ প্রতিনিধি : ।দাকোপ উপজেলার পশ্চিমবাজুয়া গ্রামে নিরীহ কৃষকের জমিতে প্রভাবশালীরা জোর করে ধানের চারা রোপন করেছে বলে জানা গেছে
অভিযোগে জানা গেছে,পশ্চিম বাজুয়া গ্রামের মৃত সুরেন্দ্রনাথ তরথদারের পুএ গোপাল চন্দ্র তরফদার একই গ্রামের রেকর্ড়ীয় মালিক অনুপ কুমার মিস্ত্রীর কাছ থেকে ২০১৫ সালে ৩৫ খতিয়ান ও ৮৯০ দাগের মোট ৮.০৩ একর জমির ২.১৬ একর জমির মধ্যে থেকে .৬৬ এশর জমি সাব কবলা করে নেন এবং পরবর্তীতে রেকর্ড় করে খাজনাও নিয়মিত পরিশোধ করে আসছে। এ অবস্থায় এলাকার জনৈক শিবানী রানী জোয়াদ্দার স্বামী মৃত সুবোধ জোয়াদ্দার একটি কুচকরী ও প্রভাবশালী মহলের ইন্দনে বাজুয়া এউপির চৌকিদার,দফাদার নিয়ে তাদের শক্তিবলে গত ২ দিন যাব জোর করে জমি রোপন করে চলেছে ।গতকাল সরেজমিনে ঘুরে স্থানীয় শশীভূষন গাইন (৮২)অমুল্য বৈদ্য ও নিত্যানন্দ গাইনের সাথে কথা হয় ওনারা সকলে জানান কাগজপএ মোতাবেক শতভাগ জমির ন্যায্য অধিকার গোপাল তরফদারের সে মোতাবেক উপজেলা চেয়ারম্যান শালিশও করে দিয়েছে কিন্তু এখন সেটা না মেনে অসহায় নিরীহ গোপাল তরফদার গংদের বনচিত করার জন্য কিছু প্রভাবশালী বিতর্কিত ব্যাক্তির উস্কানীতে প্রতিপক্ষরা ইউনিয়ন পরিষদের উপর ভর করে কাজ হাসিল করছে ।জমির দাবিদার গোপাল বলেন চেয়ারম্যানের প্রারালাইজড মৃত প্রায় অবস্থায়ও দায়িত্ব পালনে থেকে আমাদের চরমভাবে পদে পদে হয়রানী করে চলেছে এটা ভগবান সইবে না,অমন করতে পারে জেনে থানায় আমরা জিডিও করেছিলাম । বিষয়টি জেলা প্রশাসক মহোদয়ের দৃষ্টি আকর্ষন করেছেন ভুক্তভোগীরা ।