দাকোপে সাবেক সচীবের পক্ষে খাদ্য সামগ্রী বিতরন

প্রকাশঃ ২০২০-০৫-১৪ - ১৬:৩৩

আজগর হোসেন ছাব্বির : দাকোপে করোনার প্রভাবে ক্ষতিগ্রস্থ অসহায় দুঃস্থ পরিবারের মাঝে সাবেক সচীবের পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১২ টায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয় চত্বরে টেলি কনফারেন্সের মাধ্যমে খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশিদ বিতরন কার্যক্রমের উদ্বোধন করেন। এলজিআরডি মন্ত্রনালয়ের অবসরপ্রাপ্ত সচীব এবং একটি বাড়ী একটি খামার প্রকল্পের সাবেক পরিচালক ড. প্রশান্ত কুমার রায়ের পক্ষ থেকে এই খাদ্য সামগ্রী বিতরন করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও দাকোপ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শেখ আবুল হোসেন, উপজেলা সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান বিনয় কৃষ্ণ রায়, বীরমুক্তিযোদ্ধা কার্তিক চন্দ্র বিশ্বাস, জেলা পরিষদ সদস্য জয়ন্তী রানী সরদার, উপজেলা আ’লীগের সহসভাপতি সমারেশ ঘরামী, চালনা পৌরসভার মেয়র সনত কুমার বিশ্বাস, জেলা পরিষদ সদস্য কে,এম কবির হোসেন, আ’লীগনেতা স্বপন কুমার সরকার, জ্যোতি শংকর রায়, শিপন ভূইয়া, রতন মন্ডল, মাসুম হাওলাদার প্রমুখ। অনুষ্ঠানে উপজেলার ৯ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভার ২০০ পরিবারের মাঝে পরিবার প্রতি ৫ কেজি চাল, ২ কেজি আলু ও ১ কেজি ডাল বিতরন করা হয়।