দাকোপে হুইপ পঞ্চানন বিশ্বাসের ত্রান বিতরন

প্রকাশঃ ২০২০-০৪-১৬ - ১৬:৩১

আজগর হোসেন ছাব্বিরঃ করোনার মত মহামারী মোকাবেলায় আমাদের সকলের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সরকার সকল মানুষের নিরাপত্তায় সাম্ভব্য সকল প্রচেষ্টা অব্যহত রেখেছে। দেশের কোন মানুষ যাতে খাদ্য অভাবে না থাকে তার জন্য শেখ হাসিনার সরকার সকল উদ্যোগ গ্রহন করেছে। এখন আমাদের দায়িত্ব সরকার এবং স্বাস্থ্য বিভাগের নির্দেশ মেনে ধর্য্য ধারন করে নিরাপদে ঘরে থাকা।
বৃহস্পতিবার সকালে দাকোপের পানখালী ইউনিয়ন পরিষদ চত্বরে কর্মহীন দরিদ্র মানুষের মাঝে খাদ্য সহায়তা ত্রান বিতরনকালে জাতীয় সংসদের হুইপ এবং স্থানীয় সংসদ সদস্য পঞ্চানন বিশ্বাস এ কথা বলেন। তিনি সেখানে ১০০ পরিবারের মাঝে পরিবার প্রতি ১০ কেজি চাল ও ২ কেজি ডাল বিতরন করেন। এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন দাকোপ উপজেলা পরিষদ চেয়ারম্যান মুনসুর আলী খান, উপজেলা নির্বাহী অফিসার আব্দুল ওয়াদুদ, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগ সভাপতি আলহাজ্ব শেখ আবুল হোসেন, চালনা পৌরসভার মেয়র সনত কুমার বিশ্বাস, দাকোপ থানার অফিসার ইনচার্জ সফিকুল ইসলাম চৌধুরী, পানখালী ইউপি চেয়ারম্যান শেখ আব্দুল কাদের, কামারখোলা ইউপি চেয়ারম্যান পঞ্চানন মন্ডল প্রমুখ।